রাজবাড়ীতে ফেন্সিডিল-গাঁজা ও ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
- আপডেট সময় : ০১:০০:১৪ অপরাহ্ন, রবিবার, ২ ফেব্রুয়ারী ২০২৫
- / ২৬৩ বার পড়া হয়েছে
রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) অভিযান চালিয়ে ফেন্সিডিল, গাঁজা ও ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। শনিবার (১ ফেব্রুয়ারী) বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে।
রবিবার দুপুরে রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মফিজুল ইসলাম বলেন, ঢাকা-খুলনা মহাসড়কের রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর রেলক্রসিং এলাকা থেকে ৩ কেজি গাঁজাসহ চুয়াডাঙ্গা সদর উপজেলার আকন্দ বাড়ীয়া গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে মোঃ রাহাত আলী (৩৭), একই স্থানে ২৪ বোতল ফেন্সিডিলসহ চুয়াডাঙ্গা জেলার জীবননগর থানার লক্ষীপুর গ্রামের শফিকুল ইসলামের ছেলে মোঃ ফয়সাল মিয়া (২৫), লক্ষীপুর গ্রামের মোঃ জামাল হোসেনের ছেলে মোঃ মাসুম রানা (২২), পাংশা থানার নাদুরিয়া গ্রামের জিল্লুর রহমানের বসত বাড়ীর চৌচালা টিনের ঘরের পূর্ব পাশের কক্ষ থেকে পাংশা উপজেলার নাদুরিয়া গ্রামের আবুল কাশেমের ছেলে জিল্লুর রহমান (৪০) কে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেপ্তার করেন। এ বিষয়ে পাংশা ও রাজবাড়ী সদর থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃতদেরকে রাজবাড়ী আদালতে প্রেরণ করা হয়েছে।