রাজবাড়ীতে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফন্টের বিক্ষোভ
- আপডেট সময় : ১২:২৭:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪
- / ৭২ বার পড়া হয়েছে
ভারতের ত্রিপুরার রাজধানী আগরতলায় বাংলাদেশ সহকারী হাই কমিশনের অফিসে হামলা, বাংলাদেশের পতাকা পুড়ানো উগ্রবাদীদের আক্রমনের তীব্র নিন্দা ও হামলার প্রতিবাদে রাজবাড়ীতে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্ঠান কল্যাণ ফন্টের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে রেল গেইট শহীদ স্মৃতি চত্বরে সমাবেশে বক্তৃতা করেন, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ ঐক্য খ্রিস্টান ফন্টের রাজবাড়ী জেলা শাখার আহবায়ক অশোক কুমার সরকার, সদস্য সচিব শান্ত কুমার সিংহ, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্যফ্রন্টের ফরিদপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক নিতাই রায়, অমিত প্রামানিক প্রমুখ।
বক্তারা এ সময় বলেন, গত ৫ আগষ্ট স্বৈরাচার সরকারের প্রধান শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকে ভারতের কিছু মিডিয়া হিন্দুদের নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে। যা মোদি সরকার ও হাসিনার ষড়যন্ত্র বলে দাবি করেছেন তারা। আগামীতে হিন্দুু সম্প্রদায়কে নিয়ে মিথ্যা তথ্য ছড়িয়ে অপতৎপরতা করার চেষ্টা করলে একত্রে আন্দোলনের মধ্য দিয়ে রুখে দেওয়ার কথা বলেন তারা।