সংবাদ শিরোনাম ::
রাজবাড়ীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের ৭ দফা দাবিতে লিফলেট বিতরণ
কামাল হোসেন ॥
- আপডেট সময় : ১২:৪৫:০০ অপরাহ্ন, সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫
- / ৪৪ বার পড়া হয়েছে
জুলাইয়ের প্রেরণা দিতে হবে ঘোষণা” এই স্লোগানকে সামনে রেখে ৭ দফা দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা রাজবাড়ীতে লিফলেট বিতরণ করেছেন।
সোমবার (১৩ জানুয়ারি) বেলা ১১টায় রাজবাড়ীর বড়পুল এলাকায় তারা এই কর্মসূচি পালন করেন। এসময় উপস্থিত ছিলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী সাকিব, প্রভা, আফরিন, তামিম, আমিনুল, আব্দুল্লাহ, পিয়াস, নিয়ামুল, অর্ণব, ইব্রাহীম খলীল, এবং আবু রাইহান রাফি।
লিফলেট বিতরণের সময় শিক্ষার্থীরা বলেন, “জুলাইয়ের প্রেরণাকে সঠিকভাবে উপলব্ধি করতে হবে এবং তা ঘোষণায় অন্তর্ভুক্ত করতে হবে। তারা দাবি করেন, লিফলেট ঘোষণাপত্রে তাদের ৭ দফা দাবি অন্তর্ভুক্ত করতে হবে। এ কর্মসূচির মাধ্যমে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা তাদের দাবিগুলো নিয়ে জনমত তৈরি করতে চান।
ট্যাগস : Rajbaribd.com