রাজবাড়ীতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য সংরক্ষণ ও প্রস্তুতের দায়ে মুঘল রেস্তোরাঁ ও বিরিয়ানি ঘরকে ১০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। পবিত্র মাহে রমজান উপলক্ষে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে পরিচালিত বিশেষ অভিযানে এ জরিমানা করা হয়।
মঙ্গলবার (১৮ মার্চ) বেলা সোয়া দুইটা থেকে বিকেল সাড়ে ৪ টা পর্যন্ত জেলা প্রশাসকের নির্দেশনায় এবং বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে সদর উপজেলার বড়পুল, প্রধান সড়ক ও রেল গেইট এলাকায় বাজার তদারকি অভিযান পরিচালিত হয়। অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজবাড়ী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান। অভিযানে ইফতার সামগ্রী প্রস্তুতকারী ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকানে খাদ্য সংরক্ষণের অবস্থা পর্যবেক্ষণ করা হয়। পর্যবেক্ষণে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও সংরক্ষণের দায়ে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪২ ও ৪৩ ধারার লঙ্ঘনের অভিযোগে মুঘল রেস্তোরাঁ ও বিরিয়ানি ঘরকে ১০,০০০ টাকা জরিমানা করা হয়। এ সময়, ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর সকল খাদ্য উৎপাদন ও বিক্রেতাদের স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশ দিয়েছে। পাশাপাশি ভোক্তাদেরও সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য বিক্রির অভিযোগ পেলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।
এ প্রসঙ্গে কাজী রকিবুল হাসান বলেন, রমজানে ভোক্তাদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে নিয়মিত বাজার তদারকি ও অভিযান পরিচালনা করা হচ্ছে। জনস্বার্থে এই কার্যক্রম অব্যাহত থাকবে।