সংবাদ শিরোনাম ::
রাজবাড়ীতে যথাযোগ্য মর্যাদায় বুদ্ধিজীবী দিবস পালন
স্টাফ রিপোর্টার ॥
- আপডেট সময় : ১১:৪৭:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪
- / ৫৬ বার পড়া হয়েছে
রাজবাড়ীতে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে শহীদ বুদ্ধিজীবী দিবস। শনিবার (১৪ ডিসেম্বর) সকালে স্থানীয় লোকসেড বধ্যভূমিতে পুষ্পমাল্য অর্পণের মধ্য দিয়ে এ কর্মসূচির সূচনা হয়। জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বীর মুক্তিযোদ্ধাসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা এতে অংশগ্রহণ করেন।
পুষ্পস্তবক অর্পণের পর শহীদদের স্মরণে দোয়া ও মোনাজাত করা হয়। এরপর জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার সভাপতিত্বে লোকসেড বধ্যভূমি প্রাঙ্গণে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় পুলিশ সুপার মোছা: শামিমা পারভীন, মুক্তিযোদ্ধারা, এবং সুশীল সমাজের প্রতিনিধিরা বক্তব্য রাখেন। বক্তারা বীর শহীদদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে দেশের অগ্রগতির জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। সভায় উপস্থিত সকলে আগামীর বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন এবং নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করার গুরুত্ব তুলে ধরেন।
ট্যাগস : Rajbaribd.com