রাজবাড়ীতে শহীদ জিয়া স্মৃতি ক্রিকেট টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

- আপডেট সময় : ০৬:৫৯:৩৫ অপরাহ্ন, শনিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৫
- / ১০৪ বার পড়া হয়েছে
রাজবাড়ীতে শহীদ জিয়া স্মৃতি ক্রিকেট টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে সদর উপজেলার খানখানাপুর সুরাজ মোহিনী ইনস্টিটিউ স্কুল এন্ড কলেজ মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
খেলায় প্রধান অতিথি ছিলেন, রাজবাড়ী জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও কেন্দ্রীয় কৃষকদলের সহ-সভাপতি অ্যাড. মোঃ আসলাম মিয়া। বিশেষ অতিথি ছিলেন, রাজবাড়ী সদর উপজেলা বিএনপির আহবায়ক আবুল হোসেন গাজী, গোয়ালন্দ উপজেলা বিএনপির সভাপতি নিজাম উদ্দিন শেখ, সাধারণ সম্পাদক মোশারফ আহম্মেদ, খানখানাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শাহীন মৃধা, সাধারণ সম্পাদক আমজাদ হোসেন সহ বিএনপি ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা।
খেলায় প্রথমে ব্যাট করতে নেমে সদর উপজেলার কালিচরণপুর হাশেম স্মৃতি ক্রিকেট একাদশ ২১৭ রান করে। তার জবাবে খানখানাপুর মহসীন স্মৃতি ক্রিকেট একাদশ নির্ধারিত ওভারে সব কয়টি উইকেট হারিয়ে ১২৪ রান করেন। পরে অতিথিরা উপজেলার কালিচরণপুর হাশেম স্মৃতি ক্রিকেট একাদশকে চ্যাম্পিয়ন পুরক্কার মোটরসাইকেল এবং রানার্স আপ খানখানাপুর মহসীন স্মৃতি ক্রিকেট একাদশকে ওয়ালটন টেলিভিশন প্রদান করেন।