সংবাদ শিরোনাম ::
রাজবাড়ীতে শীতবস্ত্র বিতরণ ও বিজনেজ সেমিনার অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার ॥
- আপডেট সময় : ০১:৩৪:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪
- / ২০ বার পড়া হয়েছে
রাজবাড়ীর সদর উপজেলার বানিবহ বাজারে ১২০০ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ ও বিজনেজ সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে আইয়ুব ফাস্ট ট্রেডিং কোম্পানির আয়োজনে বানিবহ বাজারে এ শীতবস্ত্র বিতরণ ও বিজনেজ সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে বাণিবহ ইউনিয়ন বাজার ব্যবসায়ি সমিতির সভাপতি মোঃ মোস্তফা মিজির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সৌদি আরবের বাংলাদেশী মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠান আইয়ুব ফাস্ট ট্রেডিং এর সত্ত্বাধিকারী মোঃ আইয়ুব। অতিথি হিসেবে বক্তব্য রাখেন বানিবহ ইউনিয়ন বিএনপির সভাপতি আমিন উদ্দিন মোল্লা, রাজবাড়ী সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ কাজল বরণ বিশ্বাস, বাণিবহ ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মামুনুর রশিদ, বানিবহ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ খোরশেদ আলম, বার্থা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ আক্কাস আলী।
প্রধান অতিথির বক্তব্যে প্রবাসী ব্যবসায়ী মোঃ আইয়ুব বলেন,’ প্রতি বছর দেশ থেকে অনেক মানুষ সৌদি আরবসহ বিভিন্ন দেশে যায়। এসব মানুষের অধিকাংশ দক্ষতা অর্জন করে যায় না। ফলে বিদেশে গিয়ে তারা ভালো কিছু করতে পারে না। দেশ থেকে নির্দিষ্ট কোন কাজের উপর দক্ষতা অর্জন করে বিদেশে গেলে সেই মানুষ অনেক ভালো করবে। সেখানে সেই বিষয়ের উপর ব্যবসা করলেই উন্নতি করবে।
অন্য অতিথিরা বলেন, মোঃ আইয়ুব রাজবাড়ীর কৃতি সন্তান। সে এলাকার অসহায় মানুষের অনেক আগে থেকেই পাশে থাকে। সে যদি বানিবহে কোন কারখানা প্রতিষ্ঠা করে তাহলে এলাকার অনেক ছেলের কর্মসংস্থান হবে। আমরা আশা করি মোঃআইয়ুব সেই ব্যবস্থা করবে। পরে এলাকার ১২০০ নারী পুরুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
ট্যাগস : Rajbaribd.com