রাজবাড়ী সড়ক ও জনপথ বিভাগে ভুয়া ভাউচারের মাধ্যমে অর্থ আত্মসাতসহ নানাবিধ অনিয়মের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন (দুদক) অভিযান পরিচালনা করেছে।
রবিবার দুপুরে দুর্নীতি দমন কমিশন ফরিদপুর সমন্বিত জেলা কার্যালয় থেকে একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়। অভিযানে টিম রাজবাড়ী সড়ক ও জনপথ বিভাগ থেকে অভিযোগ সংশ্লিষ্ট গত তিন অর্থবছরের রেকর্ডপত্র সংগ্রহ করে এবং সংশ্লিষ্টদের বক্তব্য গ্রহণ করে। পরবর্তীতে টিম সরকারি পরিত্যক্ত ভবন পরিদর্শন, বিগত বছর ও চলতি অর্থবছরের ভাউচার ও কার্যতালিকা সংগ্রহ করে। অভিযানে সংগৃহীত রেকর্ডপত্র পর্যালোচনাপূর্বক টিম কমিশনে পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করবে।
দুর্নীতি দমন কমিশন ফরিদপুর সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক রতন কুমার দাস বলেন, রাজবাড়ী সড়ক ও জনপথ বিভাগে ভুয়া ভাউচারের মাধ্যমে অর্থ আত্মসাতসহ নানাবিধ অনিয়মের প্রেক্ষিতে অভিযান পরিচালনা করেছে। যাচাই-বাছাই করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
11:56 am, Sunday, 20 April 2025
News Title :
রাজবাড়ীতে সওজে দুদকের অভিযান
-
স্টাফ রিপোর্টার ॥
- Update Time : 01:05:21 pm, Sunday, 26 January 2025
- 142 Time View
Tag :
Popular Post