রাজবাড়ীতে সেনাবাহিনী বিশেষ অভিযানে হত্যা চেষ্টা মামলার ২ আসামীকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলো, সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের মুচিদাহ গ্রামের মৃত হাবিবুর রহমান খানের ছেলে আমজাদ খান (৫০) ও একই গ্রামের নওশের খানের ছেলে হাফিজ খান (২৮)।
রবিবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজবাড়ী সেনা ক্যাম্প কর্তৃক সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের মুচিদাহ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।
রাজবাড়ী সদর উপজেলার মুচিদাহ গ্রামের মোঃ আব্দুল হান্নান খানের ছেলে মোঃ সাগর আলী খান রাজবাড়ী অস্থায়ী সেনা ক্যাম্পে এসে অভিযোগ করে বলেন, গত ১৭ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টার দিকে তার পিতা মোঃ আব্দুল হান্নান খান বসন্তপুর ইউনিয়নের মুচিদাহ খেলার মাঠ থেকে নিজ বাড়িতে আসার সময় ওই এলাকার কতিপয় দুস্কৃতিকারী জমি সংক্রান্ত বিরোধের জেরে দেশীয় অস্ত্রশস্ত্র এবং ধারালো ছুরিসহ তার পিতাকে হত্যার উদ্দেশ্যে অতর্কিত হামলা এবং কুপিয়ে গুরুতর জখম করে। এ ঘটনায় তারা রাজবাড়ী সদর থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় অভিযুক্ত আসামীরা গ্রেপ্তার না হওয়ায় তাদের গ্রেপ্তার ও শাস্তি নিশ্চিতকরণে সেনাবাহিনীর সহযোগিতা কামনা করেন। এ অভিযোগের গুরুত্ব বিবেচনায় রেখে সেনা কর্তৃপক্ষ দ্রুত একটি পরিকল্পিত অভিযানের সিদ্ধান্ত গ্রহণ করে। প্রয়োজনীয় গোয়েন্দা তথ্য সংগ্রহ ও যাচাই-বাছাইয়ের পর রবিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজবাড়ী সেনা ক্যাম্পের সেনা সদস্যদের একটি দল মুচিদাহ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে মামলার ২নং আসামী আমজাদ খান (৫০) ও ১০ নং আসামী হাফিজ খান (২৮) গ্রেপ্তার করে। পরে সেনা ক্যাম্প থেকে গ্রেপ্তারকৃত আসামীদের রাত সোয়া ১০টার দিকে রাজবাড়ী সদর থানায় হস্তান্তর করে।
রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাহমুদুর রহমান বলেন, আসামীদের সোমবার সকালে রাজবাড়ী আদালতে সোপর্দ করা হয়েছে।
3:45 pm, Friday, 4 April 2025
News Title :
রাজবাড়ীতে সেনাবাহিনীর অভিযানে হত্যাচেষ্টা মামলার ২ আসামী গ্রেপ্তার
-
কামাল হোসেন ॥
- Update Time : 10:52:29 pm, Monday, 30 September 2024
- 122 Time View
Tag :
Popular Post