১১:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ২৯ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

রাজবাড়ী‌তে ‌৩ দিনব‌্যাপী ইয়াছিন উচ্চ বিদ‌্যাল‌য়ের বা‌র্ষিক ক্রীড়া প্রতি‌যো‌গিতার উদ্বোধন

রুবেলুর রহমান ॥
  • আপডেট সময় : ১২:৫৮:৩৬ অপরাহ্ন, সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫
  • / ৯২ বার পড়া হয়েছে

রাজবাড়ী শহ‌রের ইয়া‌ছিন উচ্চ বিদ‌্যাল‌য়ের ৩ দিনব‌্যাপী বার্ষিক ক্রীড়া প্রতি‌যো‌গিতার উদ্বোধন অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে। সোমবার সকা‌লে জাতীয় পতাকা, বেলুন ও শা‌ন্তির প্রতিক পায়রা উড়ি‌য়ে প্রতি‌যো‌গিতার উদ্বোধন অনু‌ষ্ঠিত হয়। এ সময় বরণ নৃ‌তে‌্যর মাধ‌্যমে অ‌তি‌থিবৃন্দ‌কে বরণ করা হয়।

উদ্বোধনী সভায় ইয়া‌ছিন উচ্চ বিদ‌্যাল‌য়ের প্রধান শিক্ষক মোঃ ইকবাল হো‌সেন এর সভাপ‌তি‌ত্বে প্রধান অ‌তি‌থি হিসাবে উপ‌স্থিত ছি‌লেন, রাজবাড়ী জেলা প্রশাসক মিজ সুলতানা আক্তার। বিশেষ অ‌তি‌থি হিসা‌বে ছি‌লেন, জেলা শিক্ষা অ‌ফিসার হা‌বিবুর রহমান, সহকারী প্রধান শিক্ষক আব্দুর রহমানসহ অ‌নে‌কে। প‌রে শা‌রি‌রিক কসরত ডিস‌প্লে ও মশাল দৌ‌ড় এবং বি‌ভিন্ন ইভে‌ন্টের মাধ‌্যমে শুরু হয় প্রতি‌যোগিতা। এ সময় স্কু‌লের সৌন্দর্য‌্য, শিক্ষার মান উন্নয়‌নের প্রশংসাসহ দ্বিতীয় শিফট চালুর বিষ‌য়ে চেষ্টা করা হ‌বে ব‌লে জানান প্রধান অতি‌থি।

ট্যাগস : Rajbaribd.com

নিউজটি শেয়ার করুন

রাজবাড়ী‌তে ‌৩ দিনব‌্যাপী ইয়াছিন উচ্চ বিদ‌্যাল‌য়ের বা‌র্ষিক ক্রীড়া প্রতি‌যো‌গিতার উদ্বোধন

আপডেট সময় : ১২:৫৮:৩৬ অপরাহ্ন, সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫

রাজবাড়ী শহ‌রের ইয়া‌ছিন উচ্চ বিদ‌্যাল‌য়ের ৩ দিনব‌্যাপী বার্ষিক ক্রীড়া প্রতি‌যো‌গিতার উদ্বোধন অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে। সোমবার সকা‌লে জাতীয় পতাকা, বেলুন ও শা‌ন্তির প্রতিক পায়রা উড়ি‌য়ে প্রতি‌যো‌গিতার উদ্বোধন অনু‌ষ্ঠিত হয়। এ সময় বরণ নৃ‌তে‌্যর মাধ‌্যমে অ‌তি‌থিবৃন্দ‌কে বরণ করা হয়।

উদ্বোধনী সভায় ইয়া‌ছিন উচ্চ বিদ‌্যাল‌য়ের প্রধান শিক্ষক মোঃ ইকবাল হো‌সেন এর সভাপ‌তি‌ত্বে প্রধান অ‌তি‌থি হিসাবে উপ‌স্থিত ছি‌লেন, রাজবাড়ী জেলা প্রশাসক মিজ সুলতানা আক্তার। বিশেষ অ‌তি‌থি হিসা‌বে ছি‌লেন, জেলা শিক্ষা অ‌ফিসার হা‌বিবুর রহমান, সহকারী প্রধান শিক্ষক আব্দুর রহমানসহ অ‌নে‌কে। প‌রে শা‌রি‌রিক কসরত ডিস‌প্লে ও মশাল দৌ‌ড় এবং বি‌ভিন্ন ইভে‌ন্টের মাধ‌্যমে শুরু হয় প্রতি‌যোগিতা। এ সময় স্কু‌লের সৌন্দর্য‌্য, শিক্ষার মান উন্নয়‌নের প্রশংসাসহ দ্বিতীয় শিফট চালুর বিষ‌য়ে চেষ্টা করা হ‌বে ব‌লে জানান প্রধান অতি‌থি।