রাজবাড়ী জেলা প্রেসক্লাবের ম্যাগাজিন”অক্ষর” এর দ্বিতীয় সংখ্যা প্রকাশ উপলক্ষে আলোচনা ও ইফতার মাহফিল অনাুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকালে রাজবাড়ী জেলা প্রেসক্লাবের আয়োজনে শহরের রেডক্রিসেন্ট ভবনের তৃতীয় তলায় এ আলোচনা সভা ও ইফতার মাহফিল অনাুষ্ঠিত হয়। এসময় বক্তারা বলেন, রাজবাড়ী জেলা প্রেসক্লাব দ্বিতীয় বারের মত ম্যাগাজিন “অক্ষর” প্রকাশ করেছে। দাদাঠাকুর, রাজবাড়ীর ইতিহাস ঐতিহ্য , ভাষা আন্দোলন, সাংবাদিকতার ভেতর বাহিরসহ বিভিন্ন লেখা রয়েছে ম্যাগাজিনে। আগামিতে রাজবাড়ী জেলা প্রেসক্লাব তাদের এ ধারা অব্যহত রাখবে বলে আহব্বান জানান বক্তারা। আলোচনা সভা ও ইফতার মাফফিলে লেখকসহ প্রেসক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন।