রাজবাড়ী পৌর বিএনপির আয়োজনে উপজেলা পরিষদ অডিটরিয়ামে পৌর পূজা উদযাপন কমিটির অংশ গ্রহণে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকাল সাড়ে ৩টায় রাজবাড়ী পৌর বিএনপির আয়োজনে এ মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আসন্ন হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা পৌর বিএনপির সভাপতি সাবেক মেয়র মোঃ তোফাজ্জেল হোসেন মিয়ার সভাপতিত্বে ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক এম. এ খালেদ পাভেলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন, রাজবাড়ী জেলা বিএনপির আহ্বায়ক এ্যাড. লিয়াকত আলী বাবু। বিশেষ অতিথি হিসেবে জেলা বিএনপির সদস্য সচিব এ্যাড. কামরুল আলম, কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এ্যাড. আসলাম মিয়া, রাজবাড়ী জেলা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশিদ হারুন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ রেজাউল করিম শিকদার পিন্টু, রাজবাড়ী পৌর বিএনপির সাবেক আহবায়ক মাহবুব চৌধুরী দুলাল, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোস্তাফিজুর রহমান লিখন, রাজবাড়ী সদর উপজেলা বিএনপির আহবায়ক আবুল হোসেন গাজী, জেলা যুবদলের সদস্য সচিব ইঞ্জিনিয়ার আমিনুর রহমান ঝন্টু, জেলা ছাত্রদলের আহবায়ক আরিফুল ইসলাম রোমান, পৌর পূজা উদযাপন কমিটির সভাপতি ধীরেশ চক্রবর্তী, সাধারণ সম্পাদক রিপন চক্রবর্তী প্রমুখ। এসময় কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এ্যাড. আসলাম মিয়া ব্যক্তিগত ভাবে পূজা কমিটিকে আর্থিক সহযোগিতার আশ^াস দেন।
মতবিনিময় সভায় বক্তারা বলেন, রাজবাড়ী জেলা বিএনপি ও সহযোগি সংগঠন শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা সম্পন্ন করতে সব সময় পাশে থাকবে। আমরা সবাই বাংলাদেশী। এখানে কোন সংখ্যালঘু বলতে কিছু নেই।
6:03 pm, Thursday, 10 April 2025
News Title :
রাজবাড়ী পৌর বিএনপির আয়োজনে পূজা উদযাপন কমিটির সাথে মতবিনিময়
-
স্টাফ রিপোর্টার ॥
- Update Time : 01:13:22 pm, Friday, 4 October 2024
- 144 Time View
Tag :
Popular Post