রাজবাড়ী হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালে ডিএইচএমএস পরীক্ষা-২০২৪ ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার নামে অর্থ আদায়ের অভিযোগ উঠেছে। ২০৫জন শিক্ষার্থীর নিকট থেকে জনপ্রতি ৬শত টাকা করে ১ লক্ষ ২৩ হাজার টাকা হাতিয়ে নিয়েছে।
জানাগেছে, ডিএইচএমএস পরীক্ষা-২০২৪ এর ২০২২-২৩ শিক্ষাবর্ষের দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ বর্ষ, ২০২৩-২৪ শিক্ষাবর্ষের প্রথম ও দ্বিতীয় বর্ষের ডিপ্লোমা-ইন হোমিওপ্যাথিক মেডিসিন এন্ড সার্জারী (ডিএইচএমএস) গত ২৬ জানুয়ারী থেকে ৩১ জানুয়ারী পর্যন্ত রাজবাড়ী হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ হাসপাতালে অনুষ্ঠিত হচ্ছে।
পরীক্ষার্থীরা জানিয়েছেন, ডিএইচএমএস ব্যবহারিক পরীক্ষার জন্য জনপ্রতি ৬শত টাকা করে প্রদান করা হয়েছে। এ টাকা অবৈধভাবে হাতিয়ে নিয়েছেন। এরআগেই পরীক্ষার ফি, রেজিষ্ট্রেশন ফি আদায় করেছেন। বিষয়টি খতিয়ে দেখে অতিরিক্ত টাকা আদায়ের বিষয়ে তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণের দাবী জানাচ্ছি।
রাজবাড়ী হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) ও রাজবাড়ী পৌর জামায়াত ইসলামীর আমির হাফিজুর রহমান ২০৫জন শিক্ষার্থীর নিকট থেকে ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার নামে জনপ্রতি ৬শত টাকা করে আদায়ের বিষয়টি স্বীকার করে বলেন, এটা সব কলেজেই নেয়। এ টাকা দিয়ে আমরা পরীক্ষার খরচ করি। তবে তিনি পরীক্ষার ফি ও রেজিষ্ট্রেশন ফি আগেই আদায়ের কথা স্বীকার করেন। তবে এ টাকা নেওয়া বৈধ না অবৈধ সেটা জানতে চাইলে বলেন, সব কলেজে নেয় ও পরীক্ষার জন্য সংশ্লিষ্টরা আসেন তাদের জন্য খরচ করা হয়। এটা বৈধ না অবৈধ সেটা কোন বিষয় নয়। এ টাকা নেওয়ার বিষয়টি কলেজের সভাপতি জেলা প্রশাসক পাশ করেছেন।
এ বিষয়ে রাজবাড়ী হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের সভাপতি ও রাজবাড়ী জেলা প্রশাসক মিজ সুলতানা আক্তারের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। অফিসে গিয়ে জানাযায়, তিনি বালিয়াকান্দি উপজেলাতে বিভিন্ন প্রগ্রামে অংশগ্রহণের জন্য গেছেন।
8:51 am, Sunday, 20 April 2025
News Title :
রাজবাড়ী হোমিওপ্যাথিক মে. কলেজের ব্যবহারিক পরীক্ষার নামে অর্থ আদায়ের অভিযোগ
-
সোহেল রানা ॥
- Update Time : 12:53:03 pm, Thursday, 30 January 2025
- 106 Time View
Tag :
Popular Post