রাজবাড়ী পৌর শহরের শ্রীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী ও কাম প্রহরী আলতাফ হোসেনের বিরুদ্ধে প্রধান শিক্ষকের অফিস কক্ষে নারী নিয়ে অনৈতিক কার্যকলাপের অভিযোগ উঠেছে। বিষয়টি জানাজানি হলে রবিবার শ্রীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক ও এলাকাবাসীর পক্ষে রাজবাড়ী সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ প্রদান করা হয়েছে।
লিখিত অভিযোগে বলেন, গত শুক্রবার (২৭ সেপ্টেম্বর) রাত ৯ টার দিকে শ্রীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অফিস রুমে বহিরাগত মহিলা সহ অবস্থান করে দপ্তরী কাম প্রহরী মোঃ আলতাফ হোসেন। বিষয়টি স্থানীয় এলাকাবাসী ও অভিভাবকরা বুঝতে পেরে প্রধান শিক্ষকের অফিস রুমের সামনে সামনে যায়। ওই সময় তারা দেখে ভেতর থেকে রুমটির সিটকানী আটকানো। এসময় অনেক ডাকাডাকির পর দপ্তরী কাম প্রহরী মোঃ আলতাফ হোসেন রুমটি খোলে এবং ভেতরে থাকা ওই মহিলা ও আলতাফ হোসেনকে দেখতে পায়। পরে এলাকাবাসী মোবাইল ফোনে ওই মহিলা ও আলতাফ হোসেনের বক্তব্যেসহ ভিডিও ধারণ করে।
এ বিষয়ে অভিযুক্ত দপ্তরী কাম প্রহরী আলতাব হোসেনের সাথে মুঠোফোন যোগাযোগ করে তার বক্তব্যে জানতে চাইলে তিনি দুই মিনিট পরে কথা বলবেন বলে ফোনটি কেটে দেন। পরে আবারও যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি।
রাজবাড়ী সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নারগিস জাফরী বলেন, শ্রীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী কাম প্রহরী আলতাফ হোসেন বিরুদ্ধে নারী কেলেংকারীর একটি লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগের বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
3:39 pm, Friday, 4 April 2025
News Title :
শ্রীপুর স. প্রা. বিদ্যালয়ের নৈশ প্রহরীর বিরুদ্ধে অনৈতিক কাজের অভিযোগ
-
স্টাফ রিপোর্টার ॥
- Update Time : 12:48:28 pm, Sunday, 29 September 2024
- 184 Time View
Tag :
Popular Post