রাজবাড়ী সদর উপজেলার বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে হতদরিদ্র শতার্তদের মাঝে কম্বল বিতরন করেছেন রাজবাড়ীর জেলা প্রশাসক মিজ সুলতানা আক্তার।
বুধবার (১৫ জানুয়ারি) রাতে রাজবাড়ী জেলার সদর উপজেলার পাচুরিয়া ইউনিয়নের গুপ্তমানিক গ্রামের আদিবাসী পাড়া, মরডাঙ্গা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা এবং ভান্ডারিয়া বাজার এলাকায় দরিদ্র মানুষ ও এতিম শিশুদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করেন রাজবাড়ী জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মিজ সুলতানা আক্তার। এ সময় আরও উপস্থিত ছিলেন, রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী অফিসার মারিয়া হকসহ প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।