রাজবাড়ীতে বিপ্লব ও সংহতি দিবসের গণর্যালিতে মানুষের ঢল
- আপডেট সময় : ০৭:৩০:৪৪ অপরাহ্ন, শনিবার, ৯ নভেম্বর ২০২৪
- / ৬৬ বার পড়া হয়েছে
রাজবাড়ীতে বিএনপির বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে গণ র্যালিতে ঢল নামে নেতাকর্মীদের। শনিবার বিকেলে দিবসটি উপলক্ষে জেলা বিএনপির আয়োজনে রেল স্টেশন চত্ত্বর থেকে শহরে একটি র্যালি বের হয়।
র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় স্টেশন চত্ত্বরে এসে শেষ হয়। এ সময় রাজবাড়ী সদর, পৌরসভা ও ১৪ টি ইউনিয়ন বিএনপির কয়েক হাজার নেতাকর্মী র্যালিতে অংশ নেয়। পড়ে স্টেশন চত্ত্বরে দিবসটির গুরুত্ব তুলে ধরে জেলা বিএনপির সাবেক আহ্বায়ক নঈম আনসারীর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বক্তরা এ সময় বলেন, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক এমপি আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের নির্দেশনায় রাজবাড়ীতে বিপ্লব ও সংহতি দিবসে গণ র্যালি ও আলোচনা সভা সফল হয়েছে। এতে প্রায় ৫ হাজার নেতাকর্মীর উপস্থিত ঘটে। আগামীতে সকল ষড়যন্ত্র মোকাবেলায় এই নেতাকর্মীরাই রাজপথ দখলে রাখবে।