সংবাদ শিরোনাম ::
গোয়ালন্দে ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
স্টাফ রিপোর্টার ॥
- আপডেট সময় : ১২:১৩:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০২৪
- / ১৪৩ বার পড়া হয়েছে
রাজবাড়ীর গোয়ালন্দে ৪৭ বোতল ফেন্সিডিলসহ মো. মনিরুল ইসলাম (৩৩) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ। সে ঝিনাইদহ’র হরিনাকুন্ডু উপজেলার জোড়াদাহ ভায়না মোল্লাপাড়া গ্রামের মো. মাহাতাব উদ্দিন মন্ডলের ছেলে।
গোয়ালন্দঘাট থানা সূত্রে জানা যায়, গত ৪ ডিসেম্বর বুধবার দিবাগত রাতে ঢাকা-খুলনা মহাসড়কের দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের মেইন গেটের সামনে পুলিশ মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। এসময় কুষ্টিয়া থেকে ছেড়ে আসা রোজিনা পরিবহনের যাত্রী মনিরুল ইসলামের কাছ থেকে ৪৭ বোতল ফেন্সিডিল উদ্ধার ও তাকে গ্রেপ্তার করা হয়।
গোয়ালন্দঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, “গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করে বৃহস্পতিবার রাজবাড়ীর আদালতে প্রেরণ করা হয়েছে।
ট্যাগস : Rajbaribd.com