রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে গাছ ফেলে ডাকাতি
- আপডেট সময় : ১২:৪৬:১৫ অপরাহ্ন, রবিবার, ৬ অক্টোবর ২০২৪
- / ১৩৮ বার পড়া হয়েছে
রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের রাজবাড়ীর পাংশা এলাকায় গাছ ফেলে ডাকাতির ঘটনা ঘটেছে।
শনিবার (৬ অক্টোবর ) দিবাগত রাত ২টার দিকে রাজবাড়ীর পাংশা উপজেলার মাছপাড়া ইউনিয়য়নের গোপালপুর শিহর আমতলী এলাকায় এ ডাকাতির ঘটনা ঘটে।
ডাকাতদল ৫-৭টি যানবাহনের চালক ও যাত্রীদের কাছ থেকে নগদ টাকা, মুঠোফোন ও মুল্যবান জিনিসপত্র লুটপাট করে নিয়ে গেছে। বাঁধা দিলে কয়েকজনকে মারধর করেছে।
ডাকাতের কবলে পড়া রোজিনা পরিবহনের যাত্রী কুমারখালীর কেএমআর শাহীন বলেন, ঢাকা থেকে ফেরার পথে রাত ২টার সময় কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের রাজবাড়ী অংশের সীমানায় দুধর্ষ ডাকাতি সংগঠিত হয়েছে। অল্পের জন্য রোজিনা পরিবহনে আমি ও অন্যান্য যাত্রীরা ডাকাতের কবল থেকে বেঁচে গেলেও আমাদের গাড়ির সামনে প্রায় ৫-৭টা বাস ট্রাক ও প্রাইভেট কারে দুধর্ষ ডাকাতি হয়েছে। কয়েকজন আহত হয়েছে। এ সকল পরিবহনে থাকা যাত্রীদের নিকট থেকে টাকা, মোবাইল সহ দামী মালামাল লুটে নিয়ে গেছে ডাকাত দল। পরিস্থিতি বেগতিক দেখে আমি খোকসা ও পাংশা থানা পুলিশকে জানালে দ্রুত দুই দিক থেকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যাওয়ায় ডাকাত দল পালিয়ে যায়।
পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সালাউদ্দিন বলেন, শনিবার রাত আড়াই টার দিকে ডাকাতদল সড়কে গাছ ফেলে ডাকাতির চেষ্টা করেছিল। ডাকাতির খবর পেয়ে পাংশা ও খোকসা থানার টহল পুলিশ যৌথভাবে দ্রুত সময়ে ঘটনাস্থলে পৌছালে ডাকাতরা পালিয়ে যায়। সড়ক থেকে গাছ সরিয়ে ফেললে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। এ ঘটনায় কেউ এখন পর্যন্ত থানায় কোন অভিযোগ দায়ের করেনি।