পাংশায় প্রবাসীর বাড়িঘর ভাঙচুরসহ জমি দখলের অভিযোগ
- আপডেট সময় : ১০:৪১:৫১ অপরাহ্ন, সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪
- / ৭০ বার পড়া হয়েছে
রাজবাড়ীর পাংশায় বাড়িঘর ভাঙচুর করে জমি জবরদখলের অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার কলিমহর ইউনিয়নের গোপালপুর গ্রামে।
সোমবার দুপুরে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, গোপালপুর বাজার সংলগ্ন মৃত লবাই মন্ডলের ছেলে প্রবাসী আবজাল মন্ডলের বসতঘর ভাঙচুর করছে তারই আপন বড় ভাই উজ্জল মন্ডল।
এ বিষয়ে প্রবাসী আবজাল মন্ডলের মেয়ে জামাই মনোয়ার হোসেন জানায়, বেশ কিছু দিন ধরে আমার চাচা শ্বশুর ঘর ভাঙচুরের পায়তারা করছে। কয়েকদিন আগে বাড়ির সামনে থাকা একটি দোকান ঘর তারা ভেঙেছে। আজ আবার লোকজন নিয়ে এসে আমার শ্বশুরের বসত ঘর ভাঙছে। তিনি আরো জানায়, ঘর ভাঙচুরের মদদদাতা হিসেবে কাজ করছে আমার চাচী শাশুড়ীর ফুফাতো ভাই আলম হোসেন। আমি বেশ কয়েকবার তাদেরকে অনুরোধ করেছি আমার শ্বশুর বিদেশ থেকে কয়েকদিনের মধ্যে দেশে আসবে তারপর আপনারা যেটা ভালো হয় সেটা করবেন। কিন্তু তারা আমার কথা না শুনে ঘর থেকে মালামাল বের করে আমার শাশুড়ী ও ছোট শালিকাকে বের করে দিয়েছে। আমার শ্বশুর বাড়িতে না থাকায় তারা আমার শাশুড়ী ও শালিকার সাথে মাঝে মাঝেই খারাপ আচরণ করে।
বাড়িঘর ভাঙচুর করার বিষয়ে জানতে চাইলে উজ্জল মন্ডল জানায়, এই জমি আমার, আমার জমিতে আমার ছোট ভাই দীর্ঘদিন ঘর তুলে বসবাস করে আসছিল। জমি বুঝে নিতে এই ঘর ভাঙা হচ্ছে। ঘর কারা ভাঙার অনুমতি দিয়েছে জানতে চাইলে তিনি বলেন, কেউ অনুমতি দেয়নি, আমি নিজেই লোকজন দিয়ে ভাঙছি।
বাড়ি ঘর ভাঙচুরের সংবাদ পেয়ে পাংশা মডেল থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে উপস্থিত হয় এবং সহনশীল সমাধান দিলে তারা তা প্রথমে মানতে রাজি হয়নি। পরে পুলিশ তাৎক্ষণিক ঘরটি পুনরায় মেরামত করে দেয়ার নির্দেশ দেন।