১২:৫৫ অপরাহ্ন, শনিবার, ১৫ মার্চ ২০২৫, ১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

কালুখালী‌তে ট্রেন স্ট‌পে‌জের দা‌বিতে মানববন্ধন

রুবেলুর রহমান ॥
  • আপডেট সময় : ১২:৩৩:১৩ অপরাহ্ন, রবিবার, ১২ জানুয়ারী ২০২৫
  • / ৭৭ বার পড়া হয়েছে

রাজবাড়ীর কালুখালীতে বেনা‌পোল ও সুন্দরবন এক্ম‌প্রেস ট্রেন স্টপে‌জের দা‌বিতে মানববন্ধন কর্মসু‌চি পা‌লিত হ‌য়েছে।

র‌বিবার বেলা ১১টার দি‌কে কালুখালী স্টেশ‌নে সকল শ্রেনী পেশার মানুষ এ মানববন্ধ‌নে অংশ নেয়। এ সময় মানববন্ধনকারীরা কালুখালী জংশন স্টেশ‌ন দি‌য়ে চলাচলরত সুন্দরবন ও বেনা‌পোল এক্স‌প্রেস ট্রেন দুইটির স্ট‌পে‌জের দা‌বি ক‌রেন এবং ট্রেন থাম‌লে তা‌দের দা‌বি তু‌লে ধ‌রেন স্থানীয়রা। এ সময় স্থানীয় এলাকাবাসী ও বি‌ভিন্ন স্কু‌লের শিক্ষক-‌শিক্ষার্থী উপস্থিত ছি‌লেন।

ট্যাগস : Rajbaribd.com

নিউজটি শেয়ার করুন

কালুখালী‌তে ট্রেন স্ট‌পে‌জের দা‌বিতে মানববন্ধন

আপডেট সময় : ১২:৩৩:১৩ অপরাহ্ন, রবিবার, ১২ জানুয়ারী ২০২৫

রাজবাড়ীর কালুখালীতে বেনা‌পোল ও সুন্দরবন এক্ম‌প্রেস ট্রেন স্টপে‌জের দা‌বিতে মানববন্ধন কর্মসু‌চি পা‌লিত হ‌য়েছে।

র‌বিবার বেলা ১১টার দি‌কে কালুখালী স্টেশ‌নে সকল শ্রেনী পেশার মানুষ এ মানববন্ধ‌নে অংশ নেয়। এ সময় মানববন্ধনকারীরা কালুখালী জংশন স্টেশ‌ন দি‌য়ে চলাচলরত সুন্দরবন ও বেনা‌পোল এক্স‌প্রেস ট্রেন দুইটির স্ট‌পে‌জের দা‌বি ক‌রেন এবং ট্রেন থাম‌লে তা‌দের দা‌বি তু‌লে ধ‌রেন স্থানীয়রা। এ সময় স্থানীয় এলাকাবাসী ও বি‌ভিন্ন স্কু‌লের শিক্ষক-‌শিক্ষার্থী উপস্থিত ছি‌লেন।