ব্লাড ক্যান্সারে আক্রান্ত রাজবাড়ী সদর উপজেলার আলীপুর ইউপির কল্যাণপুর গ্রামের স্বামী পরিত্যক্ত ষাটোর্ধ্ব বাতাসী বেগম। তার চিকিৎসার জন্য প্রয়োজন চার-পাঁচ লাখ টাকা। যা তার পরিবারের পক্ষে বহন করা সম্ভব নয়। তাই বাঁচার জন্য সমাজ ও দেশের বিত্তশালীদের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন তিনি।
জানাগেছে, স্বামী দ্বিতীয় বিবাহ করায় প্রায় ২৫ বছর আগে ১ বছর বয়সী একমাত্র কন্যা সন্তানকে সাথে নিয়ে চলে আসেন বাবার বাড়িতে। বাবার পরিবার দরিদ্র হওয়ায় মানুষের বাড়িতে ঝিঁয়ের কাজ করে জীবিকা নির্বাহ করতেন। বছর ৬ আগে মেয়েকেও বিয়ে দেন। গত ১ বছর ধরে তিনি ক্যান্সারে ভুগছেন। এখন সে মেয়ের বাড়িতে অবস্থান করছেন। মেয়ের স্বামী রাজ মিস্ত্রির কাজ করে তার জীবিকা নির্বাহ করেন। তার পক্ষেও তার চিকিৎসার ব্যয়ভার বহন সম্ভব নয়।
বাতাসী বেগম বলেন, মানুষের বাড়ি কাজ করে মেয়েকে বড় করে বিয়ে দিয়েছি। তারাও দরিদ্র হওয়ায় তাদের পক্ষেও আমার চিকিৎসার খরচ চালানো সম্ভব হচ্ছে না। বয়স ও অসুস্থতার কারণে এখন আর নিজেও কাজ করতে পারি না। চিকিৎসকরা বলেছেন থেরাপি লাগবে। যার জন্য চার-পাঁচ লাখ টাকার প্রয়োজন। চিকিৎসার খরচ তো দূরের কথা, এখন তো সংসারের খরচও জোগাতে পারছি না। মেয়ের পরিবারে এসে উঠেছি। তাই সবার কাছে সাহায্যের আবেদন করছি। আপনাদের দয়ায় আমি সুস্থভাবে বাঁচতে চাই। সাহায্য পাঠাতে যোগাযোগ করুন ঃ সোনালী ব্যাংক, রাজবাড়ী শাখার সঞ্চয়ী হিসাব নং (বাতাসী) ২২১১১০১০২৫৪২৯ ও বিকাশ (পারসোনাল) ০১৯৩৭-৪৭৫৬৮৩।
1:56 pm, Sunday, 20 April 2025
News Title :
ব্লাড ক্যান্সার আক্রান্ত বাতাসী বেগম বাঁচতে চায়
-
সোহেল রানা ॥
- Update Time : 12:56:35 pm, Tuesday, 28 January 2025
- 83 Time View
Tag :
Popular Post