4:39 am, Sunday, 20 April 2025

রাজবাড়ীতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সেনা সদস্য নিহত

রাজবাড়ীতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো. আজিজুল বেপারী (৩২) নামে এক সেনা সদস্য নিহত হয়েছেন। তিনি রাজবাড়ী সদর উপজেলার কালীচরণপুর গ্রামের মোস্তফা বেপারীর ছেলে। তিনি সিলেট সেনানিবাসে সৈনিক পদে কর্মরত ছিলেন।

মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে রাজবাড়ী-ফরিদপুর আঞ্চলিক মহাসড়কের আলীপুর ইউনিয়নের নতুন রাস্তা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতের চাচাতো ভাই আসাদ বলেন, আজিজুল দুই মাসের ছুটিতে বাড়িতে এসেছিল।আগামীকাল (বুধবার) তার সিলেট ফেরার কথা ছিল। বিকেলে আজিজুল বেপারী তার বন্ধু নয়ন-কে নিয়ে মোটরসাইকেল চালিয়ে রাজবাড়ী শহরের দিকে আসছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা হাসান নামের এক যুবকের মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আজিজুল বেপারী ঘটনাস্থলেই নিহত হন। নয়ন ও হাসান গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন। তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

রাজবাড়ী সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. রাজীব দে সরকার জানান, দুটি মোটরসাইকেলের সংঘর্ষে তিনজনকে হাসপাতালে আনা হয়। এর মধ্যে আজিজুলকে মৃত অবস্থায় পাওয়া যায়। তার মাথায় প্রচণ্ড আঘাতের কারণে মৃত্যু হয়েছে। আহতদের ফরিদপুর মেডিকেলে পাঠানো হয়েছে।

রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান বলেন, সড়ক দুর্ঘটনায় সেনা সদস্য নিহত হওয়ার খবর পেয়েছি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

‘মানুষ একটা ভাল নির্বাচনের জন্য অপেক্ষায় আছে’ -আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম

রাজবাড়ীতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সেনা সদস্য নিহত

Update Time : 06:29:15 pm, Tuesday, 11 February 2025

রাজবাড়ীতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো. আজিজুল বেপারী (৩২) নামে এক সেনা সদস্য নিহত হয়েছেন। তিনি রাজবাড়ী সদর উপজেলার কালীচরণপুর গ্রামের মোস্তফা বেপারীর ছেলে। তিনি সিলেট সেনানিবাসে সৈনিক পদে কর্মরত ছিলেন।

মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে রাজবাড়ী-ফরিদপুর আঞ্চলিক মহাসড়কের আলীপুর ইউনিয়নের নতুন রাস্তা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতের চাচাতো ভাই আসাদ বলেন, আজিজুল দুই মাসের ছুটিতে বাড়িতে এসেছিল।আগামীকাল (বুধবার) তার সিলেট ফেরার কথা ছিল। বিকেলে আজিজুল বেপারী তার বন্ধু নয়ন-কে নিয়ে মোটরসাইকেল চালিয়ে রাজবাড়ী শহরের দিকে আসছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা হাসান নামের এক যুবকের মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আজিজুল বেপারী ঘটনাস্থলেই নিহত হন। নয়ন ও হাসান গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন। তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

রাজবাড়ী সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. রাজীব দে সরকার জানান, দুটি মোটরসাইকেলের সংঘর্ষে তিনজনকে হাসপাতালে আনা হয়। এর মধ্যে আজিজুলকে মৃত অবস্থায় পাওয়া যায়। তার মাথায় প্রচণ্ড আঘাতের কারণে মৃত্যু হয়েছে। আহতদের ফরিদপুর মেডিকেলে পাঠানো হয়েছে।

রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান বলেন, সড়ক দুর্ঘটনায় সেনা সদস্য নিহত হওয়ার খবর পেয়েছি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।