“বাঁধন” (স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন) রাজবাড়ী সরকারী কলেজ ইউনিট পদ্মা জোনের দোয়া মাহফিল ও ইফতার পার্টি অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় রাজবাড়ী সরকারী কলেজের শিক্ষক মিলনায়নে এই দোয়া ও ইফতার পার্টি অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন, রাজবাড়ী সরকারী কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক মোস্তফা কামাল, হিসাব বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মোহাম্মদ আশরাফ হোসেন খান, সহকারী অধ্যাপক মোহাম্মদ আব্দুল লতিফ, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক কামরুল হাসান, বাঁধন রাজবাড়ী সরকারী কলেজ ইউনিট পদ্মা জোনের ছাত্র উপদেষ্ঠা খায়রুল ইসলাম, আবু রাসেল খান সুইট, রুবেলুর রহমান, নাজমুল আহসান, আব্দুর রহমান চৌধুরী, জোনাল প্রতিনিধি মোঃ ইয়াছিন আরাফাত, সভাপতি সাব্বির হোসেন, সাধারন সম্পাদক মানিক হোসেন, দোয়া মাহফিল ও ইফতার পার্টির আহ্বায়ক আমিনুল ইসলাম মিলন, সদস্য সচিব মেহরাব করিম সায়মুন প্রমূখ। এছাড়া ইফতার পার্টিতে বাঁধন রাজবাড়ী সরকারী কলেজ ইউনিট পদ্মা জোনের সদস্য, ডোনার, শুভাকাঙ্খীরা উপস্থিত ছিলেন। পরে বাঁধন রাজবাড়ী সরকারী কলেজ ইউনিট পদ্মা জোনের পক্ষ থেকে রাজবাড়ী রেলওয়ে স্টেশন প্রাঙ্গনে ছিন্নমুল মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়।