রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লীতে বিশেষ অভিযান চালিয়ে নিয়মিত মামলার পলাতক ৩ আসামিকে গ্রেপ্তার করেছে গোয়ালন্দঘাট থানা পুলিশ।
বৃহস্পতিবার (৬ মার্চ) দিবাগত ভোর রাতে গোয়ালন্দঘাট থানার অফিসার এসআই সেলিম মোল্যা সংগীয় ফোর্স নিয়ে এ অভিযান পরিচালনা করেন।
থানা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ভোর সাড়ে ৭টার দিকে দৌলতদিয়া পূর্বপাড়া যৌনপল্লীর রাশিদার বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় নিয়মিত মামলার এজাহারনামীয় ৩ আসামিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামিরা হলো গোয়ালন্দ পৌর শহরের ৯ নং ওয়ার্ড কাইমুদ্দিন মাতুব্বর পাড়া’র মৃত আঃ মালেকের ছেলে মোঃ আরিফুল ইসলাম শান্ত (৩৫), ৪ নং ওয়ার্ড নিলু শেখের পাড়া’র লাল মিয়া সরদারের ছেলে খোকন (৩০) ও নেত্রকোনা সদর উপজেলার স্বল্পদুগিয়া আমতলা এলাকার (বর্তমানে দৌলতদিয়া পূর্বপাড়া পতিতাপল্লী আশরাফের বাড়িতে অবস্থানরত)। বাবুল আকন্দের ছেলে মোঃ সাফায়েত আকন্দ (২২)।
শুক্রবার (৭ মার্চ) দুপুরে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম জানান গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে গোয়ালন্দঘাট থানায় এফআইআর নং-৫, তারিখ- ৬ মার্চ ২০২৫ এবং জি আর নং-৬৬/২০২৫ এর মামলায় 143/323/341/365/385/386 ধারায় নিয়মিত মামলা রয়েছে। এবং শুক্রবার দুপুরেই গ্রেপ্তারকৃতদের রাজবাড়ীর আদালতে প্রেরণ করা হয়েছে।
গোয়ালন্দঘাট থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রাকিবুল ইসলাম আরও বলেন, অপরাধ দমনে গোয়ালন্দ থানা পুলিশ বদ্ধপরিকর। মাদক, চাঁদাবাজি ও অপরাধীদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।