অধিকার, সমতা, ক্ষমতায়ন, নারী ও কন্যার উন্নয়ন‘ এই প্রতিপাদ্যকে সামনে রেখে গোয়ালন্দে আন্তর্জাতিক নারী দিবস ২০২৫ পালিত হয়েছে।
এ উপলক্ষে শনিবার (৮ মার্চ) বেলা ১১টার দিকে গোয়ালন্দ উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে শতাধিক নারীর উপস্থিতিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সালমা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাহিদুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রুহুল আমিন প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা নারীর অধিকার, সমতা এবং ক্ষমতায়নের উপর গুরুত্ব তুলে ধরেন।