রাজবাড়ীর বালিয়াকান্দিতে যৌথবাহিনী অভিযান চালিয়ে একটি ওয়ান শ্যুটারগান ও ৪টি গ্রেনেড উদ্ধর করেছে। এসময় সামচুল আলম বিশ্বাস নামে এক ব্যাক্তিকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। তিনি বালিয়াকান্দি উপজেলার নারুয়া গ্রামের সাদেক আলী বিশ্বাসের ছেলে।
গত শনিবার ভোর রাত ৪টার দিকে বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের নারুয়া গ্রামের বিশ্বাস পাড়ার সামচুল আলম বিশ্বাসের রান্না ঘরের ভেতর থেকে অস্ত্র ও গ্রেনেড উদ্ধার করে যৌথবাহিনী। বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) জামাল উদ্দীন বিষয়টি নিশ্চিত করেন।