রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুরে লিজের জমি জোরপূর্বক দখল নিতে লিজদাতাসহ তার অধিনস্থ কর্মচারীদের উপর হামলার ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ৫ জন আহত হয়েছে ।
শুক্রবার (৭ মার্চ) বিকালে রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর রেলস্টেশন সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে বর্তমানে রাজবাড়ী সদর হাসপাতালে খানখানাপুর আদর্শ গ্রামের দেলোয়ার খানের ছেলে সম্রাট খান (৩০) ভর্তি রয়েছে। তার মাথা ও হাতে অন্তত ১৫টি সেলাই লেগেছে। এছাড়া কদম আলী শেখ নামেও আরেক জন ভর্তি আছেন। এদিকে এ ঘটনায় শনিবার (৮ মার্চ) বিকালে জমি লিজদাতা খানখানাপুর নুতন বাজারের মৃত মোঃ আরশাদ শেখের ছেলে আলম শেখ বাদী হয়ে রাজবাড়ী সদর থানায় ৬ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাতনামা ৪/৫ জনকে আসামী করে একটি অভিযোগ করেছেন বলে জানাগেছে।
অভিযুক্তরা হলেন, রাজবাড়ী সদর উপজেলান খানখানাপুর নতুন বাজার এলাকার মৃত হাতেম শেখ মোঃ মোতালেব শেখ (৪৫), মোঃ শোমশেরের ছেলে মোঃ বাবলু (৪৬), কুন্ডপাড়ার মোঃ কদম আলী শেখের ছেলে সুমন আলী শেখ (৩০), মোঃ মামুন শেখ (৪০), মৃত জব্বারের ছেলে মোঃ ইমদাদুল (৩৫) ও মোঃ মজিবর আলী শেখের ছেলে মোঃ শিপন আলী শেখ (৩০)। এছাড়া ৪/৫জনকে অজ্ঞাতনামা আসামী করা হয়েছে।
অভিযোগ সুত্রে জানাগেছে, অভিযুক্তরা আলম শেখের প্রতিবেশী এবং তারা খুবই খারাপ প্রকৃতির লোক। ১নং অভিযুক্ত মোতালেব শেখ মাদক সেবনকারী এবং তিনি মাদক ব্যবসার সাথে জড়িত । এরা এলাকায় চুরি, ছিনতাই, ডাকাতি, লুটপাটের সাথে জরিত। অভিযোগকারী আলম শেখ খানখানাপুর রেলস্টেশন সংলগ্ন ১৪ বিঘা অর্থাৎ ৪৬২ শতাংশ জমি বাৎসরিক চুক্তিতে শ্মশানের নামে লিজ নিয়ে বড় প্রজেক্টারে পরিচালনা করে আসছে এবং প্রজেক্টে বিভিন্ন ধরনের কাঁচামাল চাষাবাদ করে জিবিকা নির্বাহ করে আসছেন। অভিযুক্তরা দীর্ঘ প্রায় ৩ মাস ধরে উক্ত জমি জোরপূর্বক ভোগ দখল করার চেষ্টা চালিয়ে আসছে। এতে বাঁধা দিলে তার প্রজেক্টে ব্যবসার সাথে জড়িত জয়ন্ত শীল, সম্রাট খান, মনির শেখকে হুমকি প্রদান করে মোতালেব গং। ৭ মার্চ বিকাল সাড়ে ৪টার দিকে অভিযুক্তরা তার প্রজেক্টে এসে তাদের অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং প্রজেক্ট থেকে ২টি বড় ষার গরু ও ১০ টি ছাগল লুট করা সহ কাচা মরিচ, বেগুন, তরমুজ, বাঙ্গি সহ বিভিন্ন প্রজাতির কাঁচামাল নষ্ট করে। এ সময় প্রজেক্টে থাকা ঘরের জানলা-দরজা ভাঙচুর করে নগদ ৫০ হাজার টাকা লুট করে নিয়ে যায়। ভাঙচুর ও লটপাটে বাঁধা দিলে প্রজেক্টে থাকা কর্মচারী জয়ন্ত শীল ও সম্রাটকে দেশীয় অস্ত্র ও লাঠিশোঠা দিয়ে এলোপাথারি ভাবে কুপিয়ে পিটিয়ে মারাত্মক জখম করে। এ সময় তাদের চিৎকারে জমি লিজদাতা আলম, তার অন্য কর্মচারী মোঃ সাইফুল ইসলাম, মিন্টু মোল্লা, মনিরুল ইসলাম এগিয়ে আসলে তাদেরকেউ এলোপাথারি ভাবে পিটিয়ে আহত করা হয়। যাবার সময় তাদের খুন করে লাশ গুম করার হুমকি মোতালেব গংরা। পরে আহতদের উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে আনা হয়।
অভিযোগকারী আলম শেখ বলেন, জোরপূর্বক আমার লিজ নেওয়া জমি দখল করতে পরিকল্পিত ভাবে মোতালেবসহ অন্যান্য দেশিয় অস্ত্র ও লাঠিশোঠা নিয়ে প্রজেক্টে হামলা করে। এতে আমার প্রজেক্টের সম্রাট খান ও জয়ন্ত শীল মারাত্মক আহত হয়েছে। সম্রাটের মাথা ও হাতে ১৫টির বেশি এবং জয়ন্ত’র মাথায় ৮টি সেলাই লেগেছে। এছাড়া ওদের শরীরে যেমন আঘাত আছে, তেমনি আমার শরীর ও পাসহ অন্যান্য কর্মচারীদের শরীরের আঘাতের চিহৃ আছে। সবাইকে চিকিৎসা নিতে হয়েছে। হামলার পর তারা প্রজেক্টের গরু-ছাগল ও নগট লুটপাঠ করেছে। হামলাকারীদের বিচারের আওতায় আনতে মামলা করেছি।
রাজবাড়ী সদর থানার ওসি মোঃ মাহমুদুর রহমান জানান, অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহন করা হবে।