সকলকে এক কাতারে এনে সাম্যের বাংলাদেশ গড়ার লক্ষে এবার রাজবাড়ীতে শতাধিক পথশিশু ও ছিন্নমূল অসহায় মানুষ নিয়ে ইফতারি করলেন রাজবাড়ী জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমান।
শনিবার সন্ধ্যায় রাজবাড়ী রেলওয়ে স্টেশন সংলগ্ন পাওয়ার হাউজে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় রাজবাড়ী জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমানসহ রাজবাড়ী রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকার পথশিশু, স্টেশনে থাকা ছিন্নমূল ও অসহায় ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বৃদ্ধ মফিজ মিয়া বলেন, সারাদিন এদিক ওদিক ঘুরাফেরা করে রাতে স্টেশনে ঘুমাই। কখনও খাই, আবার কখনও না খেয়ে থাকি। বিকালে ইফতারি করার জন্য ওনারা আমাদের কয়েকজনকে ডেকে এনে খেজুর, কলা, আপেল, তরমুজ ও শরবতের পাশিপাশি বিরানি দিয়ে ইফতার করায়ছে। এতে আমরা অন্তত একবেলা ভাল ভাবে খেতে পারলাম। দোয়া করি আল্লাহ যেন ওনাকে ভাল রাখে।
রাজবাড়ী জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমান বলেন, রমজান মাসে ধনি গরিবের সব ভেদাভেদ ভুলে সবাইকে এক কাতারে এনে সাম্যের বাংলাদেশ গড়া এবং আত্মতৃপ্তির লক্ষে স্টেশন এলাকার পথশিশু, ছিন্নমূল ও অসহায় বৃদ্ধদের নিয়ে আজ ইফতারি করলাম। মূলত আল্লাহ’র রাজি খুশি ও সন্তুষ্ঠি লাভের আশায় এ আয়োজন।