রাজবাড়ীর গোয়ালন্দে বৈষম্যবিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলা মামলায় গোয়ালন্দ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মোস্তফা মুন্সিকে আদালতের নির্দেশে কারাগারে প্রেরণ করা হয়েছে। রোববার (৯ মার্চ) রাজবাড়ী জেলা ও দায়রা জজ আদালত এ আদেশ দেন।
এর আগে আলহাজ্ব মোস্তফা মুন্সি উচ্চ আদালত থেকে ছয় সপ্তাহ মেয়াদী জামিনে ছিলেন। রোববার জেলা ও দায়রা জজ আদালতে হাজির হলে বিজ্ঞ আদালত জামিন নামঞ্জুর করে সি/ডব্লিউ মূলে জেল হাজতে প্রেরণ করেন।
থানা সূত্রে জানা যায়, গত ১০ ডিসেম্বর গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম এলাকার মো. শাহজাহানের ছেলে ও রাজবাড়ী টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ছাত্র শরীফুল ইসলাম ৫৯ জনের নাম উল্লেখ করে গোয়ালন্দ ঘাট থানায় মামলা করেন। এ মামলায় আরও ৩০০ থেকে ৪০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, গত ৪ আগস্ট দুপুরে গোয়ালন্দ রেলগেইট এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের ওপর আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা গুলি চালায় ও বিভিন্ন অস্ত্র দিয়ে হামলা করে। এতে বৈষম্যবিরোধী আন্দোলনের বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হন।