আজ বৃহস্পতিবার প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল এবং তাঁর নেতৃত্বাধীন নির্বাচন কমিশন (ইসি) পদত্যাগের ঘোষণা দিয়েছে। বিদায়ী বক্তব্যে হাবিবুল আউয়াল ভবিষ্যতের নির্বাচনে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন আয়োজনের পরামর্শ দিয়েছেন।
তিনি বলেন, ভবিষ্যতে সাধারণ নির্বাচনগুলো বিরতি দিয়ে আয়োজন করলে সুষ্ঠু নির্বাচন পরিচালনা সহজ হবে। তাঁর ভাষণে প্রস্তাবিত ছিল, বাংলাদেশে দলীয় ভিত্তিতে অনুপাতিক প্রতিনিধিত্বমূলক নির্বাচন হতে পারে এবং অনলাইনে মনোনয়ন প্রক্রিয়া অব্যাহত রাখা উচিত।
হাবিবুল আউয়াল আরও বলেন, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হলে জনগণের আস্থা ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করা যাবে।