বিশ্বকাপ দিয়ে টি-২০ ক্যারিয়ার শেষ করে দিয়েছেন সাকিব আল হাসান। বৃহস্পতিবার দিয়েছেন ঘোষণা। সঙ্গে জানিয়েছেন, অক্টোবরে নিরাপদে দেশে ফেরার নিশ্চয়তা পেলে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুরে টেস্ট খেলে লম্বা সংস্করণের ক্রিকেটকে বিদায় বলতে চান। ফেব্রুয়ারির চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়ে শেষ করবেন ওয়ানডে ক্যারিয়ার।
তবে টি-২০ ফ্র্যাঞ্চাইজি লিগ খেলে যাবেন জানিয়েছেন সাকিব। সেখানে ভালো খেললে, ফিট থাকলে এবং বোর্ড ডাকলে ২০২৬ সালের টি-২০ বিশ্বকাপে খেলার বিষয়টি ভেবে দেখবেন বলে উল্লেখ করেছেন।
কানপুর টেস্টের আগে সংবাদ সম্মেলনে এসে সাকিব বলেন, ‘এই মুহূর্তে টি-২০’তে আমি নিজেকে দেখছি না। বলতে পারেন, শেষ টি-২০ খেলে ফেলেছি। নতুনদের আসার সুযোগ দেওয়ার জন্য এটা সঠিক সময়। টি-২০র বিষয়েও আমার বোর্ড নির্বাচক, সভাপতির সঙ্গে কথা হয়েছে।’
টি-২০ লিগ খেলার বিষয়ে সাকিব বলেন, ‘আপাতত, সিরিজগুলোতে নতুনরা আসুক, নতুনরা খেলতে থাকুক। সুযোগ পেলে আমি ফ্র্যাঞ্চাইজি লিগগুলো খেলতে থাকব। যদি ভালো করতে থাকি, ছয় মাস-এক বছর পরে যদি বিসিবি মনে করে, আমার অবদান রাখার সুযোগ আছে, পারফর্ম করছি, ফিট আছি, তখন আমরা সিদ্ধান্ত নিতে পারি।’
4:35 am, Sunday, 20 April 2025
News Title :
টি-২০ লিগ খেলে যাবেন সাকিব
-
রাজবাড়ীবিডি ডেক্স ॥
- Update Time : 12:28:45 pm, Thursday, 26 September 2024
- 103 Time View
Tag :
Popular Post