পুলিশ সুপারদের ঘুষ ও চাঁদাবাজি বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার
- আপডেট সময় : ১১:৩০:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর ২০২৪
- / ৫৪ বার পড়া হয়েছে
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী ঘুষ ও চাঁদাবাজি রোধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশ সুপারদের (এসপি) প্রতি জোরালো আহ্বান জানিয়েছেন। আজ রাজধানীর সচিবালয়ে নতুন নিয়োগ পাওয়া ২৬ পুলিশ সুপারদের উদ্দেশে ব্রিফিংকালে এই আহ্বান জানান তিনি, যা পরবর্তীতে মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে প্রকাশিত হয়।
তিনি বলেন, ঘুষ ও চাঁদাবাজি হলো সমাজে দুর্নীতির মূল শিকড়। এটি বন্ধ করলে নানান অনিয়ম ও অসঙ্গতি দূর হবে। এ ধরনের অপরাধ বন্ধ হলে কৃষকরা ন্যায্য দাম পাবেন এবং সাধারণ মানুষ স্বস্তিতে জীবনযাপন করতে পারবে।
স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, পুলিশ সদস্যদের ঘুষ ও বদলি-বাণিজ্য থেকে বেরিয়ে জনকল্যাণে কাজ করতে হবে এবং নিজেদের মধ্যে শুদ্ধি আনতে হবে। যদি কোনো পুলিশ কর্মকর্তা এই অপরাধে যুক্ত থাকেন, তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
অপরাধী যেই হোক না কেন, আইনের আওতায় তাকে নিয়ে আসার দায়িত্ব পুলিশের, এবং পুলিশ বাহিনীর প্রতি জনমনে যে বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়েছে, তা প্রশমনের দায়িত্বও পুলিশের বলে মন্তব্য করেন তিনি।