সাকিব ইস্যুতে প্রধান উপদেষ্টার সাথে কথা বলবেন শান্ত
- আপডেট সময় : ০৫:২০:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর ২০২৪
- / ১৯ বার পড়া হয়েছে
সফল পাকিস্তান সফর শেষে দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল। তবে দলের সঙ্গে ফেরেননি সাকিব আল হাসান। করাচি থেকে লন্ডনগামী ফ্লাইট ধরেছেন তিনি। সেখানে সারের হয়ে কাউন্টি ক্রিকেট খেলবেন এই টাইগার অলরাউন্ডার। হত্যা মামলার আসামি হয়ে পাকিস্তানের বিপক্ষে টেস্ট খেলেছেন সাকিব। তার খেলা, না খেলা নিয়ে চলছে আলোচনা–সমালোচনা। তবে নিজের খারাপ সময়ে সতীর্থদের পাশে পাচ্ছেন তিনি।
গতকাল মধ্যরাতে পাকিস্তান থেকে দেশে ফিরেছে বাংলাদেশ দল। ঐ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শান্ত বলেন, ‘আমি আগেই বলেছি, সাকিবের ব্যাপারটা ভিন্ন। সংবর্ধনার সময় যদি প্রধান উপদেষ্টার সাথে বিষয়টি নিয়ে আলোচনা করা যায় তবে সকল খেলোয়াড়ই সাকিবের পাশে থাকবে।’
গত সংসদ নির্বাচনে তৎকালীন ক্ষমতাসীন আওয়ামী লীগ থেকে অংশ নিয়েছিলেন সাকিব। তবে ছাত্র নেতৃত্বাধীন বৈষম্য বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে স্বৈরাচারী শাসক শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হবার সময় দেশের বাইরে ছিলেন তিনি।
শান্ত বলেন, ‘সকল খেলোয়াড়ই সাকিবের পাশে আছে। আমরা সবাই জানি খেলার জন্য সে কতটা নিবেদিতপ্রাণ। সে খেলার জন্য পাগল এবং সবসময় দলের জন্য অবদান রাখার চেষ্টা করে।’