রাজবাড়ীর বালিয়াকান্দিতে ব্যাটারী চালিত অটো বাইক চার্জ থেকে খুলতে গিয়ে বিদ্যুৎ মন্ডল (৩৬) নামে একজন অটো চালকের বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু হয়েছে। সে উপজেলার জঙ্গল গ্রামের বৌদ্বনাথ মন্ডলের ছেলে। বুধবার সকাল ৭টার দিকে উপজেলার জঙ্গল গ্রামের নিজবাড়ীতে এ বিদ্যুৎস্পৃর্ষের ঘটনা ঘটে।
বৌদ্বনাথ মন্ডল বলেন, আমার ছেলে বিদ্যুৎ মন্ডল মঙ্গলবার বিকাল ৫ টা পর্যন্ত অটো চালিয়ে কৃত্তন অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য জঙ্গল ইউনিয়নের মধ্যপাড়া নিতাই গৌড় শিবা আশ্রমে যায়। কৃত্তন অনুষ্ঠান শেষ করে একই রাত ৮টার সময়ে অটোচালিয়ে বাড়িতে আসে। প্রতিদিনের মত অটোচার্জে লাগিয়ে রাতের খাওয়া শেষ করে ঘুমিয়ে পড়ে। বুধবার সকাল ৭ টার সময় ছেলে অটো চার্জ থেকে খুলতে গেলে বিদ্যুৎস্পৃর্ষে অটোর মধ্যে পড়ে যায়। শব্দ শুনে দ্রুত ঘটনাস্থলে যেয়ে দেখি আটোর মধ্যে উপর হয়ে পড়ে আছে। ছেলেকে বাঁচানোর জন্য ধরতে গেলে আমিও বিদ্যুৎস্পৃর্ষে পার্শ্বে পড়ে যাই। ডাকচিৎকারে পরিবারের সহ আশপাশের লোকজন লোক এগিয়ে আসে এবং মেইন সুইচ বন্ধ করে দেয়। ছেলেকে নিয়ে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসলে দায়িত্বরত চিকিৎসক পরিক্ষা নিরিক্ষা শেষে মৃত ঘোষণা করে।
বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) জামাল উদ্দিন বলেন, অপমৃত্যু মামলা হয়েছে। পরবর্তী আইনী কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
বালিয়াকান্দিতে বিদ্যুৎস্পৃষ্টে অটে চালকের মৃত্যু
-
সোহেল রানা ॥
- Update Time : 01:48:42 pm, Wednesday, 13 November 2024
- 112 Time View