দৌলতদিয়ায় শিশুদের নিরাপদ পরিবেশের জন্য মতবিনিময় সভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ১২:০২:২২ অপরাহ্ন, বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪
- / ৫০ বার পড়া হয়েছে
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় বেসরকারি সংস্থা মুক্তি মহিলা সমিতির আয়োজনে এবং সেভিং মোজেজ (ইউএসএ) এর সহযোগিতায় শিশুদের নিরাপদ পরিবেশের জন্য স্থানীয় প্রশাসনের সাথে ত্রি-মাসিক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৮ ডিসেম্বর) বেলা বারোটায় মুক্তি মহিলা সমিতির কনফারেন্স রুমে সমিতির নির্বাহী পরিচালক মর্জিনা বেগমের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়। মুক্তি মহিলা সমিতির প্রোগ্রাম ডিরেক্টর আতাউর রহমান মন্জুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা রুহুল আমিন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ফজলুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সালমা বেগম, উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জয়ন্ত দাস, সেভিং মোজেজ ইউএসএ ডিরেক্টর নাইট কেয়ার বাংলাদেশ নাসিমা বেগম, সাংবাদিক সিরাজুল ইসলাম, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিনিধি, দৌলতদিয়া উপস্বাস্থ্য কেন্দ্র প্রতিনিধি, কমিউনিটি ক্লিনিক প্রতিনিধি প্রমূখ।
বক্তারা বলেন, বৈজ্ঞানিক গবেষণায় প্রমাণিত যে শিশুর শারীরিক বিকাশের মতো মানসিক বিকাশের ক্ষেত্রেও সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হচ্ছে তার জীবনের প্রথম বছরগুলো। যে শিশুটি জীবনের প্রথম সাত-আট বছর তার বিকাশের জন্য সহায়ক পরিবেশ পায়, সে অন্য শিশুদের (যারা সহায়ক পরিবেশ পায়নি) চেয়ে বেশি বুদ্ধিমান, সামাজিক ও সুস্বাস্থ্যের অধিকারী হয়। তার কথা বলার দক্ষতা, সামাজিক দক্ষতা, আত্মবিশ্বাস প্রভৃতির বিকাশ ঘটে, যা পরবর্তী জীবনে তাকে সুখী ও সুন্দর থাকতে সহায়তা করে। সভায় দৌলতদিয়া মুক্তি মহিলা সমিতির নাইট কেয়ারে অবস্থানরত ০-৬ থেকে ছয় বছরের শিশুদের খাবার রুটিন, বাসস্থান এবং এখানে ছয় বছর অবস্থানের পর করনীয় বিষয়ে আলোচনা করা হয়। সেভিং মোজেজ ( ইউএসএ) এর অর্থায়নে গত সাত বছর এই কার্যক্রম পরিচালিত হয়ে আসছে।