ঢাকা ০৪:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জানুয়ারী ২০২৫, ২৪ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

স্টাফ রিপোর্টার ॥
  • আপডেট সময় : ০৬:৪৩:১৩ অপরাহ্ন, শুক্রবার, ৩ জানুয়ারী ২০২৫
  • / ৫৮ বার পড়া হয়েছে

ঘন কুয়াশার কারণে দেশের ব্যস্ততম দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি সহ সকল ধরনের নৌযান চলাচল বন্ধ হয়ে গিয়েছে। এতেকরে নদী পারাপার হতে আসা বেশ কিছু যানবাহন উভয় ঘাটে আটকা পড়েছে। আটকে পড়া যানবাহনেরর যাত্রী ও যানবাহন সংশ্লিষ্টরা চরম দূর্ভোগের শিকার হয়েছেন।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট কার্যালয় সূত্র জানায়, শুক্রবার (৩ জানুয়ারী) সন্ধ্যার পর থেকে নদী এলাকায় কুয়াশা পড়তে শুরু করে। সময় বাড়ার সাথে সাথে কুয়াশার তীব্রতা বাড়তে থাকে। এতেকরে রাত ১১ টার দিকে পুরো নৌরুট কুয়াশার চাদরে ঢাকা পড়ে যায়। নৌ দূর্ঘটনা এড়াতে কর্তৃপক্ষ ফেরি সহ সকল ধরনের নৌযান চলাচল বন্ধ করে দেয়। এদিকে দক্ষিণ-পাশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলা থেকে ছেড়ে আসা যাত্রীবাহি নৈশ্যকোচ ও পন্যবোঝাই ট্রাক নদী পারাপারের অপেক্ষায় ঘাটে আটকা পড়ে। তীব্র শীতের মধ্যে আটকে পাড়া যানবাহনের যাত্রী ও যানবাহন সংশ্লিষ্টরা চরম দূর্ভোগ পোহান। তবে কিছু কিছু যাত্রীবাহি নৈশ্যকোচ ফিরে গিয়ে পদ্মা সেতু ঘুরে গন্তব্যে রওনা হতেও দেখা যায়।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট কার্যালয়ের ব্যবস্থাপক (বানিজ্য) মো. সালাউদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, ৫টি ফেরি বিভিন্ন যানবাহন বোঝাই করে দৌলতদিয়া ঘাটে আটকা পড়েছে। কুয়াশার ঘনত্ব কিছুটা কমে এলে পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হবে বলে তিনি জানান।

ট্যাগস : Rajbaribd.com

নিউজটি শেয়ার করুন

ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

আপডেট সময় : ০৬:৪৩:১৩ অপরাহ্ন, শুক্রবার, ৩ জানুয়ারী ২০২৫

ঘন কুয়াশার কারণে দেশের ব্যস্ততম দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি সহ সকল ধরনের নৌযান চলাচল বন্ধ হয়ে গিয়েছে। এতেকরে নদী পারাপার হতে আসা বেশ কিছু যানবাহন উভয় ঘাটে আটকা পড়েছে। আটকে পড়া যানবাহনেরর যাত্রী ও যানবাহন সংশ্লিষ্টরা চরম দূর্ভোগের শিকার হয়েছেন।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট কার্যালয় সূত্র জানায়, শুক্রবার (৩ জানুয়ারী) সন্ধ্যার পর থেকে নদী এলাকায় কুয়াশা পড়তে শুরু করে। সময় বাড়ার সাথে সাথে কুয়াশার তীব্রতা বাড়তে থাকে। এতেকরে রাত ১১ টার দিকে পুরো নৌরুট কুয়াশার চাদরে ঢাকা পড়ে যায়। নৌ দূর্ঘটনা এড়াতে কর্তৃপক্ষ ফেরি সহ সকল ধরনের নৌযান চলাচল বন্ধ করে দেয়। এদিকে দক্ষিণ-পাশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলা থেকে ছেড়ে আসা যাত্রীবাহি নৈশ্যকোচ ও পন্যবোঝাই ট্রাক নদী পারাপারের অপেক্ষায় ঘাটে আটকা পড়ে। তীব্র শীতের মধ্যে আটকে পাড়া যানবাহনের যাত্রী ও যানবাহন সংশ্লিষ্টরা চরম দূর্ভোগ পোহান। তবে কিছু কিছু যাত্রীবাহি নৈশ্যকোচ ফিরে গিয়ে পদ্মা সেতু ঘুরে গন্তব্যে রওনা হতেও দেখা যায়।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট কার্যালয়ের ব্যবস্থাপক (বানিজ্য) মো. সালাউদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, ৫টি ফেরি বিভিন্ন যানবাহন বোঝাই করে দৌলতদিয়া ঘাটে আটকা পড়েছে। কুয়াশার ঘনত্ব কিছুটা কমে এলে পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হবে বলে তিনি জানান।