রাজবাড়ীতে সংখ্যালঘু নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারসহ ৮ দফা দাবিতে বিক্ষোভ
- আপডেট সময় : ০৭:৫৬:০৯ অপরাহ্ন, শনিবার, ২ নভেম্বর ২০২৪
- / ১৯৫ বার পড়া হয়েছে
ধর্মীয় রাষ্ট্র নয়, ধর্মনিরপেক্ষ রাষ্ট্র চাই-“ধর্ম যার যার, রাষ্ট্র সবার” এই স্লোগান সামনে রেখে রাজবাড়ী জেলা প্রেসক্লাবের সামনে শনিবার (০২ নভেম্বর) বিকেল সাড়ে ৪টায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সংখ্যালঘুদের ৮ দফা দাবি বাস্তবায়ন এবং জাতিসংঘের তত্ত্বাবধানে সাম্প্রদায়িক তদন্তের দাবি জানিয়ে এডভোকেট রানা দাস গুপ্তসহ নেতৃবৃন্দের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে এই কর্মসূচি পালন করা হয়। রাজবাড়ী জেলার সংখ্যালঘু ঐক্য মোর্চা ভুক্ত সংগঠনসমূহের সমন্বয়ে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ রাজবাড়ী ও সংখ্যালঘু ঐক্য মোর্চা রাজবাড়ী জেলা শাখার আয়োজনে এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন আন্দোলনের জেলা শাখার আহ্বায়ক শ্রী নির্মল চক্রবর্তী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রাজবাড়ী জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক স্বপন কুমার দাস।
এসময় বক্তব্য রাখেন রাজবাড়ী সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুশীল দত্ত তাপস, সদর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক ডাঃ সমীর কুমার দাস এবং জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সদস্য শাশ্বতী চক্রবর্তী প্রমুখ। এছাড়া রাজবাড়ী জেলার প্রত্যেক উপজেলা থেকে এই পরিষদের সদস্য ও নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।