পাংশায় অনুর্ধ্ব-১৭ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- আপডেট সময় : ১২:৪২:২১ অপরাহ্ন, সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫
- / ২২ বার পড়া হয়েছে
নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে রাজবাড়ীর পাংশায় ‘তারুণ্যের উৎসব-২০২৫’ জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুর্ধ্ব-১৭ উদ্বোধন করা হয়েছে। পাংশা উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার (১৩ জানুয়ারি) সকাল সাড়ে ১১ টায় পাংশা সরকারি জর্জ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত হয়।
তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষে বেলুন উড়িয়ে টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার এস,এম আবু দারদা। এ সময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মো: মাসুদুর রহমান রুবেল, পাংশা সরকারি জর্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশেদা খাতুন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা দেওয়ান মুহ: জাহাঙ্গীর হোসেন, উপজেলা মৎস্য কর্মকর্তা আবু সাঈদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: আসলাম হোসেন, উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা, উপজেলা সমবায় কর্মকর্তা মো: সাইফুল ইসলাম, উপ-সহকারী প্রকৌশলী মো: আমিনুল ইসলাম, পাংশা সরকারি কলেজের কৃষি শিক্ষা বিভাগের প্রদর্শক রুকুনুজ্জামান খান (তপু), পাংশা স্পোর্টিং ক্লাবের সভাপতি সাংবাদিক মাসুদ রেজা শিশির, ক্রীড়া শিক্ষক সাইফুল ইসলাম, আব্দুল করিম,তরিকুল ইসলাম,শরিফুল ইসলাম মিন্টু, পাংশা ক্রিকেট একাডেমির কোচ মো: সালাউদ্দিন, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন স্থানীয় সাংবাদিকবৃন্দ। উদ্বোধনী খেলায় পাংশা পৌরসভা ও মাছপাড়া-কলিমহর ইউনিয়ন অংশগ্রহণ করে। খেলায় পাংশা পৌরসভা ২-০ গোলে জয়লাভ করে। খেলাটি পরিচালনা করেন শাজাহানুল হক জুয়েল। তাকে সহযোগিতা করেন মোহাম্মদ আলী ও মো: সিয়াম। দিনের অপর খেলায় কলেজ ফুটবল একাদশ ট্রাইব্রেকারে হাবাসপুর ইউনিয়ন ফুটবল একাদশকে ৪_৩ গোলে পরাজিত করে সেমিফাইনাল নিশ্চিত করেছে। মঙ্গলবার সেমিফাইনালে কলেজ টিম মুখোমুখি হবে শরিসা কসবামাজাইল ফুটবল একাদশের সাথে। অপর সেমিফাইনালে পাংশা পৌরসভা বনাম মৌরাট পাট্টা ফুটবল একাদশের মধ্যে। বুধবারব ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।