রাজবাড়ীতে বিএনপির ৩১ দফা বাস্তবায়নে সমাবেশ
- আপডেট সময় : ১২:৪২:৩০ অপরাহ্ন, শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫
- / ৯৪ বার পড়া হয়েছে
রাজবাড়ীর কালুখালীতে বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্রকাঠামো মেরামতে ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে জন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৮ জানুয়ারি) বিকেল সাড়ে ৩ টায় কালিকাপুর ইউনিয়ন বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের আয়োজনে কালুখালী আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে এ জন সমাবেশ অনুষ্ঠিত হয়। কালিকাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো: আব্দুল মজিদ মোল্লা দারোগের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শফিউল আলম মুরাদের সঞ্চালনায় জন সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাজবাড়ী জেলা বিএনপির আহ্বায়ক এ্যাড. লিয়াকত আলী বাবু। সমাবেশে বিশেষ বক্তা হিসেবে বক্তব্য প্রদান করেন, রাজবাড়ী-২ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো: হারুন-অর রশিদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাজবাড়ী জেলা বিএনপির সদস্য সচিব এ্যাড. কামরুল আলম, পাংশা উপজেলা বিএনপির সভাপতি মো: চাঁদ আলী খান, রাজবাড়ী জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক রেজাউল করিম পিন্টু, কালুখালী উপজেলা বিএনপির সভাপতি মো: লুৎফর রহমান খান, রাজবাড়ী জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোস্তাফিজুর রহমান লিখন, রাজবাড়ী জেলা যুবদলের সদস্য সচিব ইঞ্জি: আমিনুর রহমান ঝন্টু, রাজবাড়ী জেলা ছাত্রদলের আহবায়ক আরিফুল ইসলাম রোমান, মদাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হালিম সরদার, কালুখালী উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক সানাউর রহমান খান, কালুখালী উপজেলা ছাত্রদলের সভাপতি মো: জামাল খান, তিতুমীর কলেজ ছাত্রদলের সাবেক সহ-সভাপতি সাজ্জাদ, রাজবাড়ী জেলা ছাত্রদলের সদস্য শেখ রানা প্রমুখ। জন সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পাংশা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ্ মো: রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো: শাহাবুদ্দিন আহম্মেদ, পাংশা পৌর বিএনপির সভাপতি মো: বাহারাম হোসেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো: রইচ উদ্দিন খান, পাংশা উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক শরিফ-উল ইসলাম মিষ্টি, কালুখালী উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক মেহেদী হাসান তোতা, উপজেলা ছাত্রদলের সভাপতি শামীম আহমেদ রুবেল, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম প্রমুখ। এছাড়াও কালুখালী উপজেলা, ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।
হারুন অর রশিদ হারুন বলেন, শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর থেকে দেশের মানুষ উল্লাস করেছে। শেখ হাসিনার পরিবার ও তার সংসদ সদস্যরা দেশের টাকা লুটপাট করেছে। রাজবাড়ী-২ আসনের সাবেক সংসদ জিল্লুল হাকিম, তার ছেলে মিতুল হাকিম, স্ত্রী সাহিদা হাকিমের নামে দুর্নীতি দমন কমিশন মামলা করেছে।