ঢাকা ০১:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

রাজবাড়ী‌তে বড় দিন উদযাপন

স্টাফ রিপোর্টার ॥
  • আপডেট সময় : ১২:১৩:২১ অপরাহ্ন, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪
  • / ৩৭ বার পড়া হয়েছে

রাজবাড়ী‌তে ধর্মীয় রী‌তিনী‌তি ও ভাব গাম্ভী‌র্যের মধ্যদি‌য়ে খ্রীষ্টান সম্প্রদা‌য়ের সব চে‌য়ে বড় ধর্মীয় উৎসব বড় দিন উদযাপন করা হ‌য়ে‌ছে।

মঙ্গলবার সকা‌ল সা‌ড়ে ৯টার দি‌কে রাজবাড়ী ব‌্যাপ‌টিস্ট চা‌র্চে শু‌ভেচ্ছা বি‌নিময়, কেঁক কাটা ও উপহার বি‌নিম‌য়ের মাধ‌্যমে বড় দি‌ন উদযাপন করেন আম‌ন্ত্রিত অ‌তি‌থিসহ খ্রীষ্টান ধর্মালম্বীরা। এতে প্রধান অ‌তি‌থি‌ হিসা‌বে উপ‌স্থিত উপ‌স্থিত ছি‌লেন, রাজবাড়ীর জেলা প্রশাসক মোহাম্মদ জা‌হিদুল ইসলাম মিঞা। বি‌শেষ অ‌তি‌থি হিসা‌বে, রাজবাড়ীর পুলিশ সুপার মোছাঃ শা‌মিমা পারভীন, ৫৫ পদা‌তিক ডি‌ভিশ‌নের আওতাধীন ক‌্যা‌প্টেন সা‌জিদ সহ জেলা ও পুলিশ প্রশাসনের কর্মকর্তারা উপ‌স্থিত ছি‌লেন। এবার প্রশাসন ও আইন শৃঙ্খলাবা‌হিনীর সহ‌যো‌গিতায় উৎসবমূখর প‌রি‌বে‌শে রাজবাড়ী‌তে বড় দিন পালন কর‌ছেন এবং এই দিন‌টি উদযাপনে সরকার থে‌কে সহ‌যো‌গিতাও পে‌য়ে‌ছে খ্রীষ্টান ধর্মালম্বীরা। এর আগে সকা‌লে চা‌র্চে প্রার্থনার মাধ‌্যমে শুরু হয় বড় দি‌নের উৎসব।

ট্যাগস : Rajbaribd.com

নিউজটি শেয়ার করুন

রাজবাড়ী‌তে বড় দিন উদযাপন

আপডেট সময় : ১২:১৩:২১ অপরাহ্ন, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪

রাজবাড়ী‌তে ধর্মীয় রী‌তিনী‌তি ও ভাব গাম্ভী‌র্যের মধ্যদি‌য়ে খ্রীষ্টান সম্প্রদা‌য়ের সব চে‌য়ে বড় ধর্মীয় উৎসব বড় দিন উদযাপন করা হ‌য়ে‌ছে।

মঙ্গলবার সকা‌ল সা‌ড়ে ৯টার দি‌কে রাজবাড়ী ব‌্যাপ‌টিস্ট চা‌র্চে শু‌ভেচ্ছা বি‌নিময়, কেঁক কাটা ও উপহার বি‌নিম‌য়ের মাধ‌্যমে বড় দি‌ন উদযাপন করেন আম‌ন্ত্রিত অ‌তি‌থিসহ খ্রীষ্টান ধর্মালম্বীরা। এতে প্রধান অ‌তি‌থি‌ হিসা‌বে উপ‌স্থিত উপ‌স্থিত ছি‌লেন, রাজবাড়ীর জেলা প্রশাসক মোহাম্মদ জা‌হিদুল ইসলাম মিঞা। বি‌শেষ অ‌তি‌থি হিসা‌বে, রাজবাড়ীর পুলিশ সুপার মোছাঃ শা‌মিমা পারভীন, ৫৫ পদা‌তিক ডি‌ভিশ‌নের আওতাধীন ক‌্যা‌প্টেন সা‌জিদ সহ জেলা ও পুলিশ প্রশাসনের কর্মকর্তারা উপ‌স্থিত ছি‌লেন। এবার প্রশাসন ও আইন শৃঙ্খলাবা‌হিনীর সহ‌যো‌গিতায় উৎসবমূখর প‌রি‌বে‌শে রাজবাড়ী‌তে বড় দিন পালন কর‌ছেন এবং এই দিন‌টি উদযাপনে সরকার থে‌কে সহ‌যো‌গিতাও পে‌য়ে‌ছে খ্রীষ্টান ধর্মালম্বীরা। এর আগে সকা‌লে চা‌র্চে প্রার্থনার মাধ‌্যমে শুরু হয় বড় দি‌নের উৎসব।