রাজবাড়ীতে বাসে শিক্ষার্থীদের হাফ ভাড়া
- আপডেট সময় : ১২:১৩:০৩ অপরাহ্ন, রবিবার, ৩ নভেম্বর ২০২৪
- / ৬৭ বার পড়া হয়েছে
রাজবাড়ীতে বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে জেলার লোকাল বাসে শিক্ষার্থীদের হাফ ভাড়া পাশ করেছে জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপ। আজ (০৩ নভেম্বর) বিকেলে জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রাজ্জাক লিটন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, রাজবাড়ী জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপভুক্ত লোকাল রুটে চলাচলরত সকল বাস-মিনিবাসে স্ব-স্ব শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক প্রদত্ত বৈধ পরিচয়পত্রধারী শিক্ষার্থীদের জন্য অর্ধেক ভাড়া গ্রহণের নির্দেশ প্রদান করা হলো। বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, পবিত্র ঈদুল ফিতর, ঈদুল আযহা এবং শারদীয় দুর্গা পূজার বিশেষ সময়কালে (ঈদের আগে-পরে ১০ দিন এবং পূজার আগে-পরে ৫ দিন) শিক্ষার্থীদের ফুল ভাড়া প্রদান করতে হবে।রাজবাড়ী সড়ক পরিবহন মালিক গ্রুপের সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রাজ্জাক লিটন বলেন, “বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে জেলার সকল লোকাল বাস-মিনিবাসে শিক্ষার্থীদের জন্য হাফ ভাড়া পাশ করা হয়েছে।”
রাজবাড়ী জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি রাজিব মোল্লা বলেন, “আজ আমরা সড়ক পরিবহন মালিক গ্রুপের কার্যালয়ে গিয়ে হাফ ভাড়া পাশের চিঠি গ্রহণ করেছি। আমাদের দাবির ভিত্তিতে সড়ক পরিবহন মালিক গ্রুপ হাফ ভাড়া পাশ করেছে।”
উল্লেখ্য, গত ২৮শে অক্টোবর রাজবাড়ীতে বাসে হাফ ভাড়া চালুর দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রাজবাড়ী জেলা শাখার প্রতিনিধিরা সড়ক পরিবহন মালিক গ্রুপের কাছে আবেদন করেছিল।