ঢাকা ০১:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ২০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

গোয়ালন্দে মোটরসাইকেল চুরি

জহুরুল ইসমাল হালিম॥
  • আপডেট সময় : ০৬:৫৬:৪১ অপরাহ্ন, সোমবার, ২ ডিসেম্বর ২০২৪
  • / ৮৭ বার পড়া হয়েছে

রাজবাড়ীর গোয়ালন্দ পৌর এলাকায় ডিসকাভার ১২৫ সিসি’র একটি মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। এ বিষয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন ক্ষতিগ্রস্ত ব্যক্তি।

সোমবার (২ ডিসেম্বর) সকাল ১০টায় গোয়ালন্দ ঘাট থানায় অভিযোগ করেন ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার আ. করিম মৃধা ডাঙ্গী এলাকার বাসিন্দা মো. সাইফুল ইসলাম (৩৫)। বর্তমানে তিনি গোয়ালন্দ পৌর শহরের নিলু শেখের পাড়ায় আবুল হোসেনের বাড়ির তৃতীয় তলায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছেন। সাইফুল ইসলাম জানান, সকাল ৯টার দিকে তিনি তার ব্যবহৃত কালো রঙের ডিসকাভার ১২৫ সিসি মোটরসাইকেলটি (ইঞ্জিন নম্বর: JZYWJG05726, চেসিস নম্বর: MD2B44BY8JWG85786) বাসার সামনে রেখে ঘরে ঢোকেন। আধা ঘণ্টা পরে নিচে নেমে দেখেন, তার মোটরসাইকেলটি আর সেখানে নেই। অনেক খোঁজাখুঁজির পরও মোটরসাইকেলটির কোনো সন্ধান না পেয়ে থানায় অভিযোগ দায়ের করেন। তার ধারণা, এই সময়ের মধ্যে অজ্ঞাতপরিচয় চোর বা চোরেরা তার মোটরসাইকেলটি চুরি করে নিয়ে গেছে।

গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম বলেন, “অভিযোগ পাওয়ার পর তদন্ত শুরু হয়েছে। সিসিটিভি ফুটেজ সংগ্রহের মাধ্যমে চুরির ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করার চেষ্টা চলছে। দ্রুত মোটরসাইকেলটি উদ্ধারের ব্যবস্থা নেওয়া হবে।” এ ঘটনার পর স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে। তারা দ্রুত চুরি রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন। পুলিশ সাধারণ মানুষকে তাদের যানবাহনের সুরক্ষায় অতিরিক্ত সতর্ক থাকার অনুরোধ জানিয়েছে এবং যে কোনো সন্দেহজনক কর্মকাণ্ডের বিষয়ে থানায় জানানোর আহ্বান জানিয়েছে।

ট্যাগস : Rajbaribd.com

নিউজটি শেয়ার করুন

গোয়ালন্দে মোটরসাইকেল চুরি

আপডেট সময় : ০৬:৫৬:৪১ অপরাহ্ন, সোমবার, ২ ডিসেম্বর ২০২৪

রাজবাড়ীর গোয়ালন্দ পৌর এলাকায় ডিসকাভার ১২৫ সিসি’র একটি মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। এ বিষয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন ক্ষতিগ্রস্ত ব্যক্তি।

সোমবার (২ ডিসেম্বর) সকাল ১০টায় গোয়ালন্দ ঘাট থানায় অভিযোগ করেন ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার আ. করিম মৃধা ডাঙ্গী এলাকার বাসিন্দা মো. সাইফুল ইসলাম (৩৫)। বর্তমানে তিনি গোয়ালন্দ পৌর শহরের নিলু শেখের পাড়ায় আবুল হোসেনের বাড়ির তৃতীয় তলায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছেন। সাইফুল ইসলাম জানান, সকাল ৯টার দিকে তিনি তার ব্যবহৃত কালো রঙের ডিসকাভার ১২৫ সিসি মোটরসাইকেলটি (ইঞ্জিন নম্বর: JZYWJG05726, চেসিস নম্বর: MD2B44BY8JWG85786) বাসার সামনে রেখে ঘরে ঢোকেন। আধা ঘণ্টা পরে নিচে নেমে দেখেন, তার মোটরসাইকেলটি আর সেখানে নেই। অনেক খোঁজাখুঁজির পরও মোটরসাইকেলটির কোনো সন্ধান না পেয়ে থানায় অভিযোগ দায়ের করেন। তার ধারণা, এই সময়ের মধ্যে অজ্ঞাতপরিচয় চোর বা চোরেরা তার মোটরসাইকেলটি চুরি করে নিয়ে গেছে।

গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম বলেন, “অভিযোগ পাওয়ার পর তদন্ত শুরু হয়েছে। সিসিটিভি ফুটেজ সংগ্রহের মাধ্যমে চুরির ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করার চেষ্টা চলছে। দ্রুত মোটরসাইকেলটি উদ্ধারের ব্যবস্থা নেওয়া হবে।” এ ঘটনার পর স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে। তারা দ্রুত চুরি রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন। পুলিশ সাধারণ মানুষকে তাদের যানবাহনের সুরক্ষায় অতিরিক্ত সতর্ক থাকার অনুরোধ জানিয়েছে এবং যে কোনো সন্দেহজনক কর্মকাণ্ডের বিষয়ে থানায় জানানোর আহ্বান জানিয়েছে।