রাজবাড়ী স. উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৬:৩৪:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫
- / ৬১ বার পড়া হয়েছে
মাধ্যমিক পর্যায়ের রাজবাড়ী জেলা শহরের সর্বচ্চ বিদ্যাপিঠ রাজবাড়ী সরকারী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকালে বিভিন্ন প্রতিযোগীতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন বিদ্যালয়ের শিক্ষকমন্ডলী। এর আগে সকালে জাতীয় পতাকা ও শান্তির প্রতিক পায়রা উড়িয়ে দিনব্যাপী এই প্রতিযোগীতার উদ্বোধন করা হয়। এতে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোফাজ্জেল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জেলা শিক্ষা অফিসার মোঃ হাবিবুর রহমান। অন্যান্যের মধ্যে বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আব্দুল খালেক, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সম্পাদক সুকুমার বিশ্বাস, সিনিয়র শিক্ষক আব্দুল মমিন সরদার, সহকারী শিক্ষক আবু সাঈদ, শরিফুল ইসলামসহ শিক্ষার্থী ও অভিভাকরা উপস্থিত ছিলেন। পরে প্যারেড গ্রাউন্ড পরিদর্শন, মশাল প্রজ্জলনসহ ক্রীড়া প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে অংশ নেয় প্রতিযোগী শিক্ষার্থীরা।