পাংশায় ১৪৪ ধারা অমান্য করে সীমানা প্রাচীর ভাংচুরের অভিযোগ
- আপডেট সময় : ০৬:০০:৪২ অপরাহ্ন, শনিবার, ৫ অক্টোবর ২০২৪
- / ২৮০ বার পড়া হয়েছে
রাজবাড়ীর পাংশা উপজেলার শরিসা ইউনিয়নের বহলাডাঙ্গা বিশ্বাস পাড়া এলাকায় ১৪৪ ধারা অমান্য করে বসত বাড়ীর সীমানা প্রাচীর ভাংচুর ও লুটপাটের ঘটনায় পাংশা মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন সাবেক সরকারি ব্যাংক কর্মকর্তা মোঃ আনছার উদ্দিন বিশ্বাস।
অভিযোগ সুত্রে জানাগেছে দির্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল সেই আলোকে ওই জমি নিয়ে একাধিক মামলা চলমান। একই সাথে আদালত সেখানে ১৪৪ ধারা জারি করে। আইনের তোয়াক্কা না করে জবর দখলের উদ্দেশ্যে শনিবার সকাল ৮ থেকে আনছার উদ্দিন বিশ্বাসের জমির সীমানা প্রাচীর ভাংচুর ও লুটপাট করেছে বলে অভিযোগ করেছেন।
আনছার উদ্দিন বিশ্বাস বলেন, আমার জমির সীমানা প্রাচীর ভেঙ্গে জবর দখল করে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়েছে। বহলাডাঙ্গা বিশ্বাস পাড়া গ্রামের ইব্রাহীম বিশ্বাসের পরার্মশে তার হুকুমে এবং তার স্ত্রী আকলিমা উপস্থিত নির্দেশনা মোতাবেক আব্দুর রশিদ বিশ্বাস, পলাশ বিশ্বাসসহ প্রায় ৮/১০ জন মিলে ভাংচুর ও লুটপাট করেছে।
এ ব্যাপারে পাংশা থানার এস আই মোজাম্মেল হোসেন বলেন ঘটনার সংবাদ পেয়ে সেখানে গিয়েছিলাম। জমি সংক্রান্ত বিষয় সেখানে আমরা আইন শৃংখলা পরিস্থিতির যেন অবনতি না হয় সে ব্যাপারে উভয় পক্ষকে জানানো হয়েছে। পরবর্তীতে আইননানুগক ব্যবস্থা নেওয়া হবে বিধি মোতাবেক।