পাংশায় শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ১২:৪৭:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১ অক্টোবর ২০২৪
- / ৬২ বার পড়া হয়েছে
আসন্ন শারদীয় দুর্গোৎসব-২০২৪ উদ্যাপন উপলক্ষে রাজবাড়ীর পাংশায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে পাংশা উপজেলা পরিষদের আয়োজনে উপজেলার পরিষদের হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ মাসুদুর রহমান রুবেল এর সভাপতিত্বে প্রস্তুতিমূলক সভায় বক্তব্য রাখেন, পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সালাউদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আসলাম হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ দেলোয়ার হোসেন, রাজবাড়ী জেলা পূজা উদ্যাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি শিব শংকর চক্রবর্তী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লিটন বিশ্বাস, পাংশা উপজেলা পূজা উদ্যাপন পরিষদের আহ্বায়ক প্রান্তোষ কুন্ডু, সদস্য সচিব বিধান কুমার বিশ্বাস, আনসার ও ভিডিপি কর্মকর্তা মোছাঃ শাহেদা খাতুন, পাংশা ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার রয়েল আহমেদ, সাংবাদিক মোক্তার হোসেন, সাংবাদিক মাসুদ রেজা শিশির, পৌর পূজা উদ্যাপন কমিটির সভাপতি অশোক পাল সহ ইউনিয়ন পূজা উদ্যাপন পরিষদের সভাপতি-সাধারণ সম্পাদক এবং বিভিন্ন মন্দিরের সভাপতি-সাধারণ সম্পাদকগণ।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ মাসুদুর রহমান রুবেল বলেন, যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সবাইকে সজাগ থাকতে হবে। দুর্গা পূজার সময় শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশ এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে। পূজা মন্ডপগুলোতে পূজা চলাকালীন সময় নিরাপত্তার চাদরে ঢাকা থাকবে। সকলে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে সুস্থ ও সুন্দর পরিবেশে শারদীয় দুর্গাপূজা সুষ্ঠুভাবে পালন করবেন
সভায় পূজার সময় নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত, পূজা মন্ডপে নিরাপত্তার স্বার্থে সংশ্লিষ্ট পূজা উদযাপন পরিষদকে নিজ উদ্যোগে সিসিটিভি ক্যামেরা বসানো, স্ব স্ব মন্দিরে স্বেচ্ছাসেবক প্রদানসহ সম্প্রীতির বন্ধনে পূজা উদযাপনের জন্য আহ্বান জানানো হয়।
এবার উপজেলায় ১০১টি পূজামন্ডপে দূর্গাপূজা উদযাপিত হবে। উল্লেখ্য, আগামী ২ অক্টোবর মহালয়ার মধ্য দিয়ে দুর্গোৎসবের শুরু। তবে মূল আনুষ্ঠানিকতা শুরু হবে ৯ অক্টোবর বুধবার ষষ্ঠী পূজার মধ্য দিয়ে। ১২ অক্টোবর শনিবার বিজয়া দশমী দেবী বিসর্জন এর মধ্য দিয়ে এ বছরের জন্য শারদীয় দুর্গোৎসবের সমাপ্তি ঘটবে। তবে আনুষ্ঠানিক বিসর্জন হবে ১৩ অক্টোবর হবে বলে জানা গেছে।