দৌলতদিয়ায় হকারের লাথিতে আরকে হকারের মৃত্যু
- আপডেট সময় : ১২:৪৪:০১ অপরাহ্ন, রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪
- / ২১৯ বার পড়া হয়েছে
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া হকারের লাথিতে কেসমত শেখ (৪৬) নামের আরেক হকার নিহত। নিহত কেসমত শেখ দৌলতদিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড তাহের কাজীর পাড়া মৃত ভাসান শেখের ছেলে। তার পরিবারে স্ত্রী ও দুটি মেয়ে সন্তান রয়েছে।
গতকাল শনিবার (২৮ সেপ্টেম্বর) চিকিৎসাধীন অবস্থায় ঢাকা শ্যামলী সিটি কেয়ার হসপিটালে তার মৃত্যু হয়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত ১৭ সেপ্টেম্বর দুপুরে ৪ নম্বর ফেরিঘাটে হকার কেসমত শেখ ও হকার জীবন ফকির মারামারি করে একপর্যায়ে জীবন হকার কেসমত হকারের পেটে লাথি মারলে কেসমতে মাটিতে লুটিয়ে পড়ে। তখন স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে গোয়ালন্দ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হসপিটালে রেফার করেন। পরে ফরিদপুর মেডিকেল কলেজে ভর্তি থাকলে তার অবস্থার অবনতি হলে তখন তাকে ঢাকায় রেফার করেন চিকিৎসক। শ্যামলী সিটি কেয়ার হসপিটালের চিকিৎসাধীন থাকা অবস্থায় কেসমতের মৃত্যু হয়।কেসমতের মৃত্যুতে এলাকায় চলছে শোকের মাতম।
গোয়ালন্দঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ রাকিবুল ইসলাম জানান, গত ১৭ সেপ্টেম্বর দৌলতদিয়া ৪ নং ফেরিঘাটে দুই হকারের মাঝে মারামারি করে কেসমত নামে এক হকার চিকিৎসাধীন অবস্থায় গতকাল শনিবার মারা যান। তার মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে গোয়ালন্দঘাট থানায় জীবন ফকিরকে আসামী করে একটি হত্যা মামলা করেছে পরিবার।