গোয়ালন্দ ঘাট থানায় নবাগত ওসি’র যোগদান
- আপডেট সময় : ০৭:০১:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪
- / ১৭৭ বার পড়া হয়েছে
রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানায় নবাগত অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে মোহাম্মদ রাকিবুল ইসলাম শুক্রবার (১৩ সেপ্টেম্বর) যোগদান করেছেন। এদিন তিনি গোয়ালন্দ ঘাট থানার সদ্য সাবেক ওসি প্রাণবন্ধু চন্দ্র বিশ্বাসের কাছ থেকে দায়িত্ব বুঝে নেন।
মোহাম্মদ রাকিবুল ইসলামের বাড়ি গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলায়। তিনি ২০০৬ সালে বাংলাদেশ পুলিশ বিভাগে যোগদান করেন। ইতিপূর্বে তিনি গোয়ালন্দ ঘাট থানায় উপ-পরিদর্শক হিসেবে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন। ২০১৭ সালের ৩০ মে তিনি পদন্নোতি পেয়ে পরিদর্শক হন। তিনি ফরিদপুর রাজেন্দ্র বিশ্ববিদ্যালয় কলেজ থেকে গণিতে স্নাতক সম্মান ডিগ্রী অর্জন করেন। এর আগে তিনি বরিশাল সদরের কোর্ট পুলিশ পরিদর্শক হিসেবে নিযুক্ত ছিলেন। এছাড়া তিনি ফরিদপুর গোয়েন্দা পুলিশের ওসি হিসেবে দায়িত্ব পালন করেছেন। চাকুরী জীবনে সফলতার জন্য বিভিন্ন সময় তিনি ৩২টি পদক অর্জন করেছেন। ব্যাক্তিগত জীবনে তিনি এক স্ত্রী ও দুই পুত্র সন্তানের জনক।
জানা গেছে, রাজবাড়ী সদর, গোয়ালন্দ, পাংশা ও কালুখালী থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে পুলিশ পরিদর্শক পদমর্যাদার চারজনকে বদলি-পদায়ন করা হয়েছে। পুরাতনদের প্রত্যাহার করে পুলিশ সুপার কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। গত মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) বিকেলে রাজবাড়ী জেলা পুলিশ সুপার মোছা. শামীমা পারভীনের সই করা এক অফিস আদেশে এ তথ্য প্রদান করেন। এরই আদেশের বলে গোয়ালন্দ ঘাট থানায় মোহাম্মদ রাকিবুল ইসলাম নবাগত ওসি হিসেবে যোগদান করেন।
গোয়ালন্দ ঘাট থানার নবাগত ওসি মোহাম্মদ রাকিবুল ইসলাম বলেন, গোয়ালন্দ ঘাট থানা এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে ও অপরাধ দমনে সর্বশক্তি দিয়ে কাজ করে যাবেন। এ ক্ষেত্রে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।