কালুখালীতে গণপিটুনীতে একজনের মৃত্যু
- আপডেট সময় : ০১:০৯:৩৯ অপরাহ্ন, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪
- / ১৪১ বার পড়া হয়েছে
রাজবাড়ীর কালুখালীতে নাজমুল মোল্যা (৩৫) নামে এক ব্যাক্তির গণপিটুনীতে মৃত্যু হয়েছে। নাজমুল মোল্লা ফরিদপুর জেলার মধুখালী উপজেলার পূর্ব গাড়াখোলা গ্রামের মৃত আহম্মেদ মোল্লার ছেলে।
শনিবার ভোরে কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের মাধবপুর গ্রামে এ কালুখালীতে হত্যার ঘটনা ঘটেছে।
স্থানীয়রা বলেন, রাজবাড়ীর কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের মাধবপুর গ্রামে এক আত্মীয়ের বাড়ীতে কয়েকদিন পূর্বে নাজমুল মোল্যা বেড়াতে আসে। গত শুক্রবার রাতে স্থানীয় আনোয়ার মুন্সির বাড়ীর মোটর চুরি হয়। এর আগের বৃহস্পতিবার রাতে অপর এক ব্যক্তির বাড়ীর সামনের ট্রান্সফরমার চুরি হয়। যে ট্রান্সফরমারটি শনিবার ভোর ৪ টার দিকে নাজমুল মোল্যা সহ অপর দুইজন বহন করে নিয়ে যাচ্ছিলেন। ট্রান্সমিটার নিয়ে যাওয়ার সময় স্থানীয়রা দেখে ফেলে। তারা ধাওয়া দিয়ে নাজমুলকে আটক করতে পারলেও অপর দুইজন চোর পালিয়ে যায়। এসময় ধৃত নাজমুলকে গণপিটুনী দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে শনিবার সকাল ৯টার দিকে কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে স্থানীয়রা। বিকেলের দিকে চিকিৎসাধীন অবস্থায় নাজমুলের মৃত্যু হয়।
নিহতের স্ত্রী আন্না বেগম বলেন, ২ দিন আগে তার স্বামী কালুখালীর মাধবপুর গ্রামে বেড়াতে আসে। পুর্ব শত্রুতার জের ধরে শুক্রবার রাতে ১০-১২ জন দূর্বত্ত তাকে পিটিয়ে গুরুতর আহত করে। শনিবার সকালে তারা আমার স্বামীকে কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ফেলে পালিয়ে যায়। নার্সরা তাকে হাসপাতালে ভর্তি করলে সে মারা যায়। তিনি এ ঘটনার সুষ্ঠু বিচার দাবী করেন।
কালুখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ জাহেদুর রহমান বলেন, নাজমুল মোল্যার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় চুরি ও ডাকাতির প্রস্তুতির ১১টি মামলা রয়েছে। নাজমুল একজন পেশাদার চোর। তার লাশ উদ্ধার করা হয়েছে। পরবর্তী আইনী কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।