অসহায় রিকশা চালককে নতুন রিক্সা প্রদান
- আপডেট সময় : ০৬:০৫:০৪ অপরাহ্ন, শনিবার, ১১ জানুয়ারী ২০২৫
- / ৯৮ বার পড়া হয়েছে
স্বাবলম্বী প্রজেক্টের অংশ হিসাবে রাজবাড়ী ব্লাড ডোনার্স ক্লাবের পক্ষে থেকে একজন অসহায় রিকসা চালককে একটি নতুন রিকসা প্রদান করা হয়েছে। অভাবি রিক্সাচালক বাণীবহ ইউনিয়নের বিচাত্রা গ্রামের বাবুল মিয়াকে রিকশাটি প্রদান করা হলো।
এ সময় উপস্তিত ছিলো রাজবাড়ী এক আসনের সাবেক এমপি আলী নেওয়াজ মাহামুদ খৈয়ম, রিয়াজ আক্তার (টুয়েল), সোনিয়া আক্তার স্মৃতি, পাভেল রহমান, ইয়াসিন রাজ, শেখ ইসলাম লাবনীসহ অন্যরা।
রিক্সা গ্রহণের পর বাবুল মিয়ার অনুভূতি জানতে চাইলে তিনি বলেন, এটি আমার জীবনের সেরা পাওয়া। রাজবাড়ী ব্লাড ডোনার ক্লাব আমাকে যে সহায়তা দিল তা কখনোই ভুলবার নয়। তিনি আরও বলেন, আমাদের মত অসহায় গরিবদের যদি এভাবে ক্ষমতাবান মানুষেরা সাহায্য সহযোগিতা করে তাহলে সমাজে অভাব জিনিসটা কমে যাবে।
উল্লেখ্য রাজবাড়ী ব্লাড ডোনার্স ক্লাব অসুস্থ মানুষের রক্ত সেবা প্রদান ছাড়াও ব্যাপক ভাবে সামাজিক উন্নয়নমূলক কর্মকান্ড চালিয়ে যাচ্ছে।