রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার ওমর আলী মোল্লাপাড়ায় এক বসতবাড়িরতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় সেন্টু সরদার নামে এক ব্যক্তির বাড়িতে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সেন্টু সরদারের স্ত্রী রাতের রান্না শেষ করে রান্নাঘর থেকে বের হওয়ার পর হঠাৎ আগুন লেগে যায়। আগুন দেখে তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে দ্রুত পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনেন। সংবাদ পেয়ে গোয়ালন্দঘাট থানা পুলিশ এবং ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। তবে তাদের পৌঁছানোর আগেই স্থানীয়রা আগুন নেভাতে সক্ষম হন।
পরিবারের সদস্যরা জানিয়েছেন, রান্নাঘরের চুলা থেকে অসাবধানতাবশত আগুনের সূত্রপাত হয়েছে। এতে রান্নাঘরের আংশিক ক্ষতি হয়েছে। তবে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিস ও পুলিশ এ ধরনের দুর্ঘটনা এড়াতে সবাইকে আরও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।
মন্তব্য করুন